
পশ্চিমবঙ্গের সবচেয়ে বিখ্যাত টেরাকোটা অলংকৃত মন্দির বিষ্ণুপুরের শ্যামরায় মন্দির। বিখ্যাত পঞ্চরত্ন এই মন্দিরটি বিষ্ণুপুরের রাজ দরবার, দলমাদল পাড়ায় অবস্থিত। মন্দিরটির প্রতিষ্ঠা লিপি থেকে জানা যায় ৯৪৯ মল্লাব্দে অর্থাৎ ১৬৪৩ খ্রিস্টাব্দে রাজা বীর হামবীরের পুত্র রাজা রঘুনাথ সিংহ এই মন্দিরটি তৈরি করেছিলেন। মন্দিরে অন্যান্য যেসব ফলক রয়েছে তার মধ্যে শিল্পী এবং তদারকি কর্মীদের নাম উল্লেখিত হয়েছে বলে মনে করা হয়। চারিদিকে ত্রীখিলান যুক্ত বারান্দার সাথে এক সরু প্রদক্ষিণ পথ চারপাশে রয়েছে। ছাদের চারদিকে যে চারটি চূড়া রয়েছে , সেগুলি চারকোনা এবং কেন্দ্রীয় চুরাটি আট কোনা।
মন্দিরে প্রতিষ্ঠা লিপি সহ আরো কয়েকটি লিপি ফলক আছে।
মন্দির ফলকের বিস্তৃত আলোচনা চিত্তরঞ্জন দাশগুপ্ত প্রণীত 'ভারতের শিল্প সংস্কৃতির পটভূমিকায় বিষ্ণুপুরের মন্দিরে টেরাকোটা ' গ্রন্থে লিপিবদ্ধ হয়েছে।
The most famous terracotta decorated temple in West Bengal is the Shyamrai Temple in Bishnupur. This famous Pancharatna temple is located in the Raj Darbar, Dalmadal Para, Bishnupur. The foundation inscription of the temple shows that this temple was built in 949 Mallabde i.e. 1643 AD by Raja Raghunath Singh, son of Raja Bir Hambir. Other plaques in the temple are believed to mention the names of the artists and supervisors. There is a narrow circumambulation path around it with a three-arched verandah all around. The four peaks surrounding the roof are square and the central peak is octagonal.
There are several other inscriptions in the temple, including the foundation inscription.
A detailed discussion of the temple plaques is recorded in the book ' Bharater silpa sanskritir patobhumikay Bishnupurer Mondir teracotta ' by Chittaranjan Dasgupta.