
হুগলি জেলার বলাগর ব্লকে অবস্থিত এখানকার বিখ্যাত এক গ্রাম গুপ্তিপাড়া। মুকুন্দরাম চক্রবর্তী বিরোচিত চন্ডীমঙ্গল কাব্যে এই স্থানের উল্লেখ রয়েছে। একসময় সংস্কৃত চর্চার পিঠস্থান ছিল এই গুপ্তিপাড়া। চারদিকে এক বিশাল প্রাচীর ঘেরা জায়গায় যে মন্দিরগুলি অবস্থান করছে তার মধ্যে অন্যতম রামচন্দ্রের মন্দির।
সপ্তদশ শতকে এই মন্দিরটি স্থাপিত হয়। অষ্টকোন আকৃতির শিখর সহ চারচালা ছাদের মন্দিরটি এক অনুপম স্থাপত্যের নিদর্শন। ত্রিখিলান সমন্বিত বারান্দায় প্রবেশদ্বার সহ মন্দিরের সম্মুখভাগ অতি উচ্চাঙ্গের টেরাকোটা ফলক সমৃদ্ধ। মন্দিরটি বৃহত হুগলি ঘরানা হিসাবে ডেভিড ম্য়াককাচ্চন চিহ্নিত করেছেন।
Guptipara is a famous village located in Balagarh block of Hooghly district. This place is mentioned in Mukundaram Chakraborty's poem Chandimangal. Guptipara was once a center of Sanskrit studies. The Ramchandra Temple is one of the temples located in an area surrounded by a huge wall.
This temple was established in the 17th century. The octagonal spire and char chala temple is a unique architectural masterpiece. The facade of the temple, including the entrance to the verandah with three arches, is rich in high-quality terracotta panels. David J Mccutichion desribed it as Large 'HOOGHLY' type temple.