অন্যান্য ধর্মীয় সংস্কৃতির মত হিন্দু সংস্কৃতিতে মন্দির স্থাপন করা অবশ্যই একটি উল্লেখযোগ্য ঘটনা। মন্দির স্থাপত্যের ধারাবাহিকতা থেকে দেখা যায় যে প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে নতুন নতুন শৈলির প্রয়োগ সর্বকালেই হয়েছে। এভাবেই পরপর বিভিন্ন উন্নত শৈলীর প্রয়োগ আমরা দেখেছি।
ডেভিড ম্যাককাচ্চন মন্দির গুলির বর্গীকরণ করতে গিয়ে এমন কিছু মন্দির স্থাপত্যশৈলীর সন্ধান পেয়েছেন যা প্রচলিত ধারা মেনে চলেনি।
ব্যতিক্রমী সংমিশ্রণ হিসাবে তিনি উল্লেখ করেছেন –
আট চালার সাথে পঞ্চরত্নের সংমিশ্রণ,
রেখ মন্দিরের সাথে ব্যতিক্রমী কার্নিশ,
পরিবর্তিত রূপে রত্নশৈলী,
পরিবর্তিত রূপে সমতল ছাদযুক্ত মন্দির ।
গুচ্ছ মন্দির তৈরীরও একটা প্রবণতা বিভিন্ন সময়ে ছিল। যেমন –
দুটি মন্দিরের গুচ্ছ
চারটি মন্দিরের গুচ্ছ
নটি মন্দিরের গুচ্ছ
দ্বাদশ মন্দিরের গুচ্ছ
১০৮ মন্দিরের গুচ্ছ
The establishment of temples holds profound significance in Hindu culture, as it does in other religious traditions. Notably, temple architecture has consistently demonstrated an ability to evolve, incorporating innovative styles while building upon traditional methods.
This continuity has given rise to a rich diversity of architectural forms. Renowned temple expert David McCutcheon identified several exceptional temple designs that deviate from conventional norms, including:
– The fusion of Pancharatna with eight Chalas
– Unique cornice designs paired with Rekh temples
– Varied pinnacle forms
– Modified flat-roofed temples
Furthermore, cluster temples have been a recurring trend throughout history, featuring:
– Dual temples
– Quadruple temple clusters
– Cluster of nine temples
– cluster of twelve temples
– 108-shrine complexes
These architectural innovations underscore the dynamic nature of Hindu temple design, reflecting the cultural and artistic aspirations of the community.