image

Lokeswar Shiv Temple লোকেশ্বর শিবমন্দির

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমার ময়না ব্লকে ময়না গ্রামটি অবস্থিত। গড় ময়না একটি ঐতিহাসিক স্থান। ধর্মমঙ্গলে উল্লেখিত রাজা লাউসেনের রাজধানী এইখানে ছিল বলে কথিত আছে। এখনো গড় এলাকাটি দুটি পরীখা দিয়ে সম্পূর্ণভাবে মূল ভুভাগের সাথে বিচ্ছিন্ন। এখনো নৌকা করে পরীখা পেরিয়ে তারপর গড়ে ঢুকতে হয়।
এই গড়ের মধ্যে অবস্থিত অন্যতম প্রাচীন লোকেশ্বর শিবের মন্দির। ইটের তৈরি বারান্দা যুক্ত দালান মন্দিরটির উপরিভাগ আটচালা স্থাপত্যে তৈরি। দালানের দুদিকে ত্রিখিলান বেশ প্রবেশ অলিন্দ আছে।
সামনের দিকে প্রতিষ্ঠিত লিপি ফলক এরকম  -

"সন ১৩১৬ / শকাব্দা ৩ মাঘ / শ্রীমতি রানী সারদাময়ী ও শ্রীমতি রানী বামা সুন্দরীকৃত "
অর্থাৎ ১৯০৯ খ্রিস্টাব্দে মন্দিরটি  গঠিত হয়েছিল।

ভীতের কাছে দেয়ালে এবং স্তম্ভে বেশ কিছু টেরাকোটার কাজ রয়েছে। তার মধ্যে কৃষ্ণ লীলা , রণতরী , অশ্বারোহী ইত্যাদি উল্লেখযোগ্য।

Moyna village is located in Moyna block of Tamluk subdivision of Purba Medinipur district. Garh Moyna is a historical place. It is said that the capital of King Lausen mentioned in Dharmamangal was here. The Garh area is still completely separated from the mainland by two Parikhas. You still have to cross the Parikhas by boat and then enter Garh.
Located within this Garh is one of the oldest Lokeshwar Shiva temples. The temple is a brick building with a verandah and the upper part is made in Atchala architecture. There are three-arched entrances on both sides of the building.
The inscription plaque installed in front is as follows -

"Year 1316 / Shakabda 3 Magh / Srimati Rani Saradamoyi and Srimati Rani Bama Sundarikrit"
That is, the temple was built in 1909 AD.

There are several terracotta works on the walls and pillars near the temple. Among them, Krishna Leela, Ranatari, Ashwarohi etc. are notable.

Related Articles

পরিকাঠামো যুক্ত + চালা With Superstructure + Chala

পিঙ্গলাক্ষী মন্দির Pingalaxmi Temple

পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার মধ্যে গ্রাম দেবী পিঙ্গলাক্ষীর নামেই গ্রামের নাম পিংলা। মন্দির স্থাপত্যটি অভিনব। সম্মুখে বারান্দা যুক্ত সমতল ছাদ বিশিষ্ট দালান মন্দিরের উপরে একটি আটচালা কাঠামো নির্মাণ করা হয়েছে। মন্দিরে কোন টেরাকোটার কারুকার্য নেই। ইটের তৈরি বিশিষ্ট ঘরানার এই মন্দিরটি অন্য স্থাপত্যের ইঙ্গিত দেয়। বর্তমানে পুরোটাই প্লাস্টার করা। অনুবাদ মন্দির টি ১৮ শতকের […]

Read More
পরিকাঠামো যুক্ত + চালা With Superstructure + Chala

আনন্দময়ী কালী Anandamoyee kali

নদিয়া জেলার কৃষ্ণনগর শহরের মধ্যে বিখ্যাত আনন্দময়ী কালী মন্দিরটি অবস্থিত। প্রতিষ্ঠালীপির পাঠ অনুসারে ১৮০৪ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। স্থানীয় মানুষ এই জায়গাটাকে আনন্দময়ীতলা বলেন। সম্ভবত কৃষ্ণনগরের মহারাজা শ্রীমান গিরিশ চন্দ্রের অভিষেক উৎসব উপলক্ষে মন্দির স্থাপিত হয়।মন্দিরের ভূমি সংলগ্ন অংশে চার লাইনের প্রতিষ্ঠা লিপিটি এইরকম – ” বেদাঙ্গেক্ষণগোত্রকৈরবকুলাধিপে শকে শ্রীযুতে কৈলাসপ্রতিরূপকৃষ্ণনগরে শ্রীমৎগিরীশোৎসবে ।নাম্নানন্দময়ী শুভেহহনি মহামায়া মহাকালভৃৎরাজ্ঞা শ্রীলগিরিশচন্দ্র […]

Read More