image

দোল মঞ্চ তুলসী মঞ্চ ইত্যাদি Dol Moncha Tulsi Manchoa etc

দোল মঞ্চ
বাংলার সমাজে বৈষ্ণব প্রভাব বৃদ্ধির সাথে সাথে মন্দির স্থাপত্যে যে বিষয়গুলি দেখা দিল তার মধ্যে দোল মঞ্চ এবং তুলসী মঞ্চ অন্যতম। প্রধানত অষ্টাদশ শতাব্দীতে দোলমঞ্চের ব্যবহার শুরু হয়। চারটি স্তম্ভের ওপর সাধারণভাবে একটি বর্গাকার কাঠামো, যার চারপাশে অনেকগুলি প্রবেশ পথ আছে। দোল উৎসবের সময় দেবতা এখানে অধিষ্ঠিত হন এবং দোল খেলায় অংশগ্রহণ করেন। যেহেতু এই স্থাপত্যটির মূল উদ্দেশ্য ভক্তগণ যাতে দেবতার দর্শন পায় তা নিশ্চিত করা সেজন্য মানুষ প্রমাণ উঁচু ভিতের ওপর এই কাঠামো নির্মিত হতো । সাধারণত পরিকাঠামোটিতে রেখ, চালা বা রত্নশৈলীর ব্যবহার হতো। বছরে মূলত একবারই দোল মঞ্চ ঘিরে দেবতা এবং ভক্তেরা সমবেত হন। এরপর বিগ্রহ মূল মন্দিরে ফিরে যায়।

তুলসী মঞ্চ
বৈষ্ণব মতে বিষ্ণুর প্রতিরূপ নারায়ণ সেবার জন্য মাঙ্গলিক অধিষ্ঠান হিসাবে বাড়ির উঠোনে তুলসী মঞ্চ একটি অত্যন্ত জনপ্রিয় ছোট স্থাপত্য। মন্দিরের ক্ষুদ্র রূপ হিসাবে এই তুলসী মঞ্চ গুলি নির্মিত হতো। মন্দির প্রাঙ্গণে এই ছোট অংশটি খুব গুরুত্বপূর্ণ বিবেচিত হয়। তুলসী মঞ্চের দৈনন্দিন ব্যবহার আছে।
:

Dol mancha
The growth of Vaishnava influence in Bengali society led to the emergence of distinct architectural features in temples, including Dol Mancha and Tulsi Mancha. Dol Mancha, primarily used in the 18th century, is a square structure supported by four pillars, with multiple entrances, where the deity resides during the Dol festival. The structure’s human-height foundation ensures devotees can glimpse the deity, while its framework often features Rekh, Chala, or Ratnashaili designs. Once a year, deities and devotees gather around the Dol Mancha, after which the idol returns to the main temple.

Tulshi mancha
Tulsi Mancha, a small yet significant architectural feature in the temple courtyard, serves as a Manglik adhistana for Vishnu’s replica, Narayana Seva, according to Vaishnava tradition. These miniature temple forms are built to house the sacred Tulsi plant. Unlike Dol Mancha, Tulsi Mancha has daily significance and is an essential part of the temple premises.

লক্ষীপারি রাধাগোবিন্দ মন্দিরের তুলসি মঞ্চ Lakshmipari Radhagobonda Tulsi Mancha

পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার ভেতরে বাস রাস্তা থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার কংক্রিটের পথ ধরে এগিয়ে গেলে পাওয়া যাবে লক্ষীপারি গ্রাম। বৈষ্ণব প্রভাব যুক্ত এই গ্রামে রাধাগোবিন্দ মন্দির টি  অভিনব। মন্দিরের সামনে তুলসী মঞ্চটিও একটু অভিনব। চার চালা তুলসী মঞ্চের চালের ওপরে আটটা পল কাটা আছে। Lakshmipari village is located about four to five kilometers […]

Read More

হটনগর শিব মন্দিরে তুলসী মঞ্চ Hatnagar Shiv Temple Tulsi Mancha

পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার সদরে অবস্থিত বিখ্যাত মন্দির টি হল ‘হট নাগর শিব মন্দির’। লোক মুখে প্রচারিত উড়িষ্যার রাজা মুকুন্দ দেব এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন । মন্দিরের সামনে ইটের তৈরি তুলসীমঞ্চ টি দর্শনীয়। The famous temple located in the headquarters of Egra police station in Purba Medinipur district is 'Hat Nagar Shiva Temple'. It is […]

Read More

দশঘরা দোল মঞ্চ Dasghara Dol Mancha

হুগলি জেলার ধনেখালি থানার অন্তর্গত দশঘরা গ্রামটি অতিশয়  বর্ধিষ্ণু। এই গ্রামে সদানন্দ বিশ্বাস এবং তার পরিবার অনেক পুরাকীর্তি স্থাপনের সাথে যুক্ত ছিলেন। পঞ্চরত্ন মন্দির ,দোল মঞ্চ ,রাস মঞ্চ , শিব মন্দির এরকম দেবালয় নির্মাণ তাদের অন্যতম কীর্তি। চারচালা  দোলমঞ্চটি এক অপরুপ শোভা নিয়ে বিরাজ করছে। বিরাট পুকুরের ধারে রাসমঞ্চ এবং দোল মঞ্চ দুটি এক অনন্য […]

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

দোল মঞ্চ তুলসী মঞ্চ ইত্যাদি Dol Moncha Tulsi Manchoa etc

দোল মঞ্চ
বাংলার সমাজে বৈষ্ণব প্রভাব বৃদ্ধির সাথে সাথে মন্দির স্থাপত্যে যে বিষয়গুলি দেখা দিল তার মধ্যে দোল মঞ্চ এবং তুলসী মঞ্চ অন্যতম। প্রধানত অষ্টাদশ শতাব্দীতে দোলমঞ্চের ব্যবহার শুরু হয়। চারটি স্তম্ভের ওপর সাধারণভাবে একটি বর্গাকার কাঠামো, যার চারপাশে অনেকগুলি প্রবেশ পথ আছে। দোল উৎসবের সময় দেবতা এখানে অধিষ্ঠিত হন এবং দোল খেলায় অংশগ্রহণ করেন। যেহেতু এই স্থাপত্যটির মূল উদ্দেশ্য ভক্তগণ যাতে দেবতার দর্শন পায় তা নিশ্চিত করা সেজন্য মানুষ প্রমাণ উঁচু ভিতের ওপর এই কাঠামো নির্মিত হতো । সাধারণত পরিকাঠামোটিতে রেখ, চালা বা রত্নশৈলীর ব্যবহার হতো। বছরে মূলত একবারই দোল মঞ্চ ঘিরে দেবতা এবং ভক্তেরা সমবেত হন। এরপর বিগ্রহ মূল মন্দিরে ফিরে যায়।

তুলসী মঞ্চ
বৈষ্ণব মতে বিষ্ণুর প্রতিরূপ নারায়ণ সেবার জন্য মাঙ্গলিক অধিষ্ঠান হিসাবে বাড়ির উঠোনে তুলসী মঞ্চ একটি অত্যন্ত জনপ্রিয় ছোট স্থাপত্য। মন্দিরের ক্ষুদ্র রূপ হিসাবে এই তুলসী মঞ্চ গুলি নির্মিত হতো। মন্দির প্রাঙ্গণে এই ছোট অংশটি খুব গুরুত্বপূর্ণ বিবেচিত হয়। তুলসী মঞ্চের দৈনন্দিন ব্যবহার আছে।
:

Dol mancha
The growth of Vaishnava influence in Bengali society led to the emergence of distinct architectural features in temples, including Dol Mancha and Tulsi Mancha. Dol Mancha, primarily used in the 18th century, is a square structure supported by four pillars, with multiple entrances, where the deity resides during the Dol festival. The structure’s human-height foundation ensures devotees can glimpse the deity, while its framework often features Rekh, Chala, or Ratnashaili designs. Once a year, deities and devotees gather around the Dol Mancha, after which the idol returns to the main temple.

Tulshi mancha
Tulsi Mancha, a small yet significant architectural feature in the temple courtyard, serves as a Manglik adhistana for Vishnu’s replica, Narayana Seva, according to Vaishnava tradition. These miniature temple forms are built to house the sacred Tulsi plant. Unlike Dol Mancha, Tulsi Mancha has daily significance and is an essential part of the temple premises.

লক্ষীপারি রাধাগোবিন্দ মন্দিরের তুলসি মঞ্চ Lakshmipari Radhagobonda Tulsi Mancha

পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার ভেতরে বাস রাস্তা থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার কংক্রিটের পথ ধরে এগিয়ে গেলে পাওয়া যাবে লক্ষীপারি গ্রাম। বৈষ্ণব প্রভাব যুক্ত এই গ্রামে রাধাগোবিন্দ মন্দির টি  অভিনব। মন্দিরের সামনে তুলসী মঞ্চটিও একটু অভিনব। চার চালা তুলসী মঞ্চের চালের ওপরে আটটা পল কাটা আছে। Lakshmipari village is located about four to five kilometers […]

Read More

হটনগর শিব মন্দিরে তুলসী মঞ্চ Hatnagar Shiv Temple Tulsi Mancha

পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার সদরে অবস্থিত বিখ্যাত মন্দির টি হল ‘হট নাগর শিব মন্দির’। লোক মুখে প্রচারিত উড়িষ্যার রাজা মুকুন্দ দেব এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন । মন্দিরের সামনে ইটের তৈরি তুলসীমঞ্চ টি দর্শনীয়। The famous temple located in the headquarters of Egra police station in Purba Medinipur district is 'Hat Nagar Shiva Temple'. It is […]

Read More

দশঘরা দোল মঞ্চ Dasghara Dol Mancha

হুগলি জেলার ধনেখালি থানার অন্তর্গত দশঘরা গ্রামটি অতিশয়  বর্ধিষ্ণু। এই গ্রামে সদানন্দ বিশ্বাস এবং তার পরিবার অনেক পুরাকীর্তি স্থাপনের সাথে যুক্ত ছিলেন। পঞ্চরত্ন মন্দির ,দোল মঞ্চ ,রাস মঞ্চ , শিব মন্দির এরকম দেবালয় নির্মাণ তাদের অন্যতম কীর্তি। চারচালা  দোলমঞ্চটি এক অপরুপ শোভা নিয়ে বিরাজ করছে। বিরাট পুকুরের ধারে রাসমঞ্চ এবং দোল মঞ্চ দুটি এক অনন্য […]

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *