image

সমতল ছাদ বিশিষ্ট Flat Roofed

অতি অল্প ঐতিহ্যময় বৈশিষ্ট্য নিয়ে পরবর্তীকালে এই সমতল ছাদ বিশিষ্ট মন্দিরের যা দালান বা চাঁদনী মন্দির নামে পরিচিত, তার উদ্ভব হয়। উনবিংশ শতাব্দীর আগে খুব কমই এ ধরনের স্থাপত্য ছিল। কোন কোন ক্ষেত্রে স্তম্ভগুলির মধ্যে টেরাকোটা বা পাথরের অলংকরণ দেখা যায়। কোথাও কোথাও পঙ্খের কাজও দৃষ্টিগোচর হত।
আকৃতি ও আয়তন সাপেক্ষে সমতল ছাদবিশিষ্ট মন্দিরগুলি চাঁদনী বা দালান নামকরণ করা হতো। এই মর্মে শোনা যায় যে সমতল ছাদ বিশিষ্ট ছোট মন্দিরগুলি কে বলা হতো চাঁদনী এবং বড় মন্দিরগুলিকে বলা হতো দালান। কখনো কখনো দ্বিতল মন্দিরও দেখা গেছে। জমিদাররা এইরকম ভাবে দুর্গা দালান , কালি দালান নির্মাণ করতেন। এই মন্দির গুলির ক্ষেত্রে বিভিন্ন রকম আকার গত এবং পরিকাঠামগত সমন্বয় তৈরি করা হয়েছে।


The Dalan or Chandni Mandir, a flat-roofed temple style, emerged later, exhibiting minimal traditional features. This architectural style was uncommon before the 19th century. Occasionally, terracotta or stone decorations can be seen between the pillars, and in some cases, ‘pankha’ decorations are also present. Flat-roofed temples were referred to as Chandni or Dalan, depending on their shape and size. It is noted that smaller flat-roofed temples were called Chandnis, while larger ones were referred to as Dalans. Variations of this style include two-storied temples and other unique combinations. Landlords would often commission the construction of Durga Dalan and Kali Dalan temples in this style, resulting in a diverse range of shapes and structural combinations.

Jaipur Laxmi Janardan Temple

শ্রদ্ধেয় মন্দির গবেষক তারাপদ সাঁতরা মহাশয়ের নিবন্ধ থেকে জানা যায় ( হাওড়া জেলার পুরা কীর্তি , ১৯৭৬) , আমতা থানার অন্তর্গত রায় পাড়ায় ৺ কাশীরাম রায়ের প্রতিষ্ঠিত গৃহদেবতা লক্ষ্মী জনার্দনের একটি মন্দির আছে। ইঁটের তৈরি দোতলা দালান মন্দিরটি একটু বিশিষ্ট ধরনের। মন্দিরটি সংক্ষিপ্ত বর্ণনায় বলা আছে এখানে পোড়ামাটির অলংকরণের বদলে পঙ্খের কিছু নকাশি কাজ ছিল। […]

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সমতল ছাদ বিশিষ্ট Flat Roofed

অতি অল্প ঐতিহ্যময় বৈশিষ্ট্য নিয়ে পরবর্তীকালে এই সমতল ছাদ বিশিষ্ট মন্দিরের যা দালান বা চাঁদনী মন্দির নামে পরিচিত, তার উদ্ভব হয়। উনবিংশ শতাব্দীর আগে খুব কমই এ ধরনের স্থাপত্য ছিল। কোন কোন ক্ষেত্রে স্তম্ভগুলির মধ্যে টেরাকোটা বা পাথরের অলংকরণ দেখা যায়। কোথাও কোথাও পঙ্খের কাজও দৃষ্টিগোচর হত।
আকৃতি ও আয়তন সাপেক্ষে সমতল ছাদবিশিষ্ট মন্দিরগুলি চাঁদনী বা দালান নামকরণ করা হতো। এই মর্মে শোনা যায় যে সমতল ছাদ বিশিষ্ট ছোট মন্দিরগুলি কে বলা হতো চাঁদনী এবং বড় মন্দিরগুলিকে বলা হতো দালান। কখনো কখনো দ্বিতল মন্দিরও দেখা গেছে। জমিদাররা এইরকম ভাবে দুর্গা দালান , কালি দালান নির্মাণ করতেন। এই মন্দির গুলির ক্ষেত্রে বিভিন্ন রকম আকার গত এবং পরিকাঠামগত সমন্বয় তৈরি করা হয়েছে।

The Dalan or Chandni Mandir, a flat-roofed temple style, emerged later, exhibiting minimal traditional features. This architectural style was uncommon before the 19th century. Occasionally, terracotta or stone decorations can be seen between the pillars, and in some cases, ‘pankha’ decorations are also present. Flat-roofed temples were referred to as Chandni or Dalan, depending on their shape and size. It is noted that smaller flat-roofed temples were called Chandnis, while larger ones were referred to as Dalans. Variations of this style include two-storied temples and other unique combinations. Landlords would often commission the construction of Durga Dalan and Kali Dalan temples in this style, resulting in a diverse range of shapes and structural combinations.

Jaipur Laxmi Janardan Temple

শ্রদ্ধেয় মন্দির গবেষক তারাপদ সাঁতরা মহাশয়ের নিবন্ধ থেকে জানা যায় ( হাওড়া জেলার পুরা কীর্তি , ১৯৭৬) , আমতা থানার অন্তর্গত রায় পাড়ায় ৺ কাশীরাম রায়ের প্রতিষ্ঠিত গৃহদেবতা লক্ষ্মী জনার্দনের একটি মন্দির আছে। ইঁটের তৈরি দোতলা দালান মন্দিরটি একটু বিশিষ্ট ধরনের। মন্দিরটি সংক্ষিপ্ত বর্ণনায় বলা আছে এখানে পোড়ামাটির অলংকরণের বদলে পঙ্খের কিছু নকাশি কাজ ছিল। […]

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *