
মন্দির স্থাপত্যে অষ্ট কোন আকৃতি রাস মঞ্চে একটি বহুল প্রচলিত বিষয়। পরবর্তীতে এই আকৃতিটি মূল মন্দির স্থাপত্যেও প্রযোজ্য হয়েছে। পশ্চিমবঙ্গে এই ধরনের মন্দির মূলত বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে দেখা যায়।
অষ্টাদশ শতাব্দীর দিকে মন্দির নির্মাণের এক জোয়ার আসে। মন্দির প্রতিষ্ঠাতারা তাদের কীর্তি দেখে যাতে মানুষ বিস্ময় প্রকাশ করেন সেজন্য বিভিন্ন অভিনবত্ব দেখানোর চেষ্টাও করেন। এই সময়কালে ইউরোপীয় স্থাপত্যও মন্দির শিল্পে প্রভাব বিস্তার করে। চারচালা মন্দির চূড়া উঁচু হয়ে পিরামিডের মতন আকৃতি নেয়া থেকে শুরু করে, বিভিন্ন বিষয় এখানে প্রযুক্ত হয়। আগেই আমরা দেখেছি সম্ভবত চার্চের গঠন শৈলী প্রভাবিত হয়ে মোচা আকৃতি চূড়া মন্দিরে ব্যবহৃত হয়েছে।
এইসবটা মিলিয়েই অষ্ট কোন আকৃতি বা তার বেশি কোন যুক্ত স্থাপত্য মন্দির শিল্পে বিভিন্নভাবে ছাপ ফেলেছে।
এই ঘরানায় যে মন্দিরগুলি হত স্থাপত্যের শৈলীর বিচারে ডেভিড ম্যাককাচ্চান নিম্নলিখিতভাবে এর বর্গীকরণ করেছিলেন।
আট কোনা রিজু রেখা ,
আট কোনা চালা,
আট কোনা সদৃশ চালা ,
আট কোন আকৃতির চূড়া ,
আটকোনা দ্বিতল বিশিষ্ট ,,
আটকোনা উল্টানো পদ্মের আকৃতির গম্বুজ ,
গম্বুজ এবং বারান্দা যুক্ত আট কোন স্থাপত্য ,
আট কোনা মোচা আকৃতির চূড়া ।
The octagonal shape, a hallmark of rasa mancha temple architecture, was later incorporated into traditional temple design, leaving an indelible mark on the religious landscape. In West Bengal, this architectural style is predominantly found in the districts of Burdwan, Birbhum, and Murshidabad. The 18th century witnessed a surge in temple construction, with founders vying to showcase innovative features that would captivate the public’s imagination. This period also saw the influence of European architecture on temple art, evident in structures like the Charchala Temple, with its elevated, pyramidal design, and peak temples featuring mocha shapes, likely inspired by church architecture.
The blending of octagonal styles has had a profound impact on the temple culture, leaving a lasting legacy in various forms.
Some temples showcased more than eight corners, pushing the boundaries of traditional octagonal design. Renowned expert David McCutcheon categorized these temples into several subtypes based on their architectural features:
1. Octagonal ridge line
2. Octagonal chala
3. Octagonal duplicated chala
4. Octagonal pinnacled
5. Octagonal double-storied
6. Inverted lotus-shaped dome
7. Octagonal temple with domes and porches
8. Spired-shaped octagonal structure
McCutcheon’s classification highlights the rich diversity and innovation within this temple architectural genre.
Sribati Temple Complex
বর্ধমানের কাটোয়া থানার অন্তর্গত একটি গ্রাম শ্রীবাটি এই গ্রামটি একসময় খুব ঐতিহ্যপূর্ণ ছিল। বর্ধমান জেলার পুরা কীর্তি গ্রন্থে যজ্ঞেশ্বর চৌধুরী মহাশয়। এই গ্রামটি সম্বন্ধে কিছু আলোচনা করেছেন। অতীতে শোভারাম চন্দ নামে এক ব্যক্তি শ্রীবাটি অঞ্চলে বাস গৃহ নির্মাণ করে বসবাস শুরু করেন। এই চন্দ পরিবার এই অঞ্চলে কয়েকটি টেরাকোটা অলংকৃত মন্দির তৈরি করেন। চন্দ পরিবারের […]
Read Moreসুপুর অষ্টকোনাকৃতি মন্দির Supur Octagonal Temple
সুপুর গ্রামে একটি অষ্টকোনা আকৃতি দেউল মন্দির আছে। একসময় মন্দির স্থাপত্যে আট কোনা এবং তার বেশি কোনাযুক্ত মন্দির শিল্পে বিশেষ ছাপ ফেলেছিল। আট কোনা মন্দিরেরও অনেক ধরণ ছিল। মন্দিরটি তে প্রতিষ্ঠা লিপি দেখতে পাইনি। টেরাকোটা ফলক গুলির বিষয়বস্তু এবং গঠন দেখে অনেকে এটাকে অষ্টাদশ উনবিংশ শতাব্দীতে তৈরি বলে মনে করেন। There is an octagonal temple […]
Read Moreসুপুর জোড়া মন্দির Twin Deul Supur
বোলপুর থানার অন্তর্গত সুপুর গ্রামে লালবাজার পল্লীতে একটি জোড়া দেউল আছে। একটা আটকোনা দেউল এবং অন্যটা সাধারন দেউল। এই গ্রামে অনেকগুলি মন্দিরের মধ্যে এটি অন্যতম। আটকোনা মন্দিরটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সংরক্ষণ করছে। দক্ষিণ মুখী এই মন্দিরের বিগ্রহ শিব। There is a pair of temples in Lalbazar Palli, Supur village under Bolpur police station. One […]
Read More