
বাংলার প্রতিবেশী রাজ্য উড়িষ্যা থেকে শিখর রীতির মন্দির বাংলায় প্রবেশ করে।
এই রেখ রীতির মন্দিরে নিচের দিক থেকে দেখলে
প্রথম এবং প্রধান যে অংশটি থাকে তাকে বলে বাড়। এই অংশটি আবার কয়েকটি বিভাগে বিভক্ত।
দ্বিতীয় প্রধান অংশটি এই বার থেকে শুরু হয়েছে উপর দিকে উঠতে থাকে একে বলে রেখ। মন্দিরের যা কিছু সৌন্দর্য তার প্রধান ক্ষেত্র হল এই বিস্তৃত শিখর।
রেখের উপরের অংশটি হলো মস্তক এই অংশটিও কয়েকটি উপবিভাগের বিভক্ত।
বাংলায় এই রেখ রীতির যে মন্দিরগুলি দেখতে পাওয়া যায় তার মধ্যে গঠনগত বিভিন্নতা আছে।
The Shikhara style of temples, originating from Odisha, a neighboring state of Bengal, was adopted in Bengal. This Rekh style temple can be understood by examining its components from the base upwards. The initial section, known as the Barh, serves as the foundation and is further subdivided. Rising from the Barh is the second main component, the Rekh, which ascends to form the highpoint of the temple. The Rekh is the focal point of the temple’s aesthetic appeal, showcasing a wide range of architectural features. The upper portion of the Rekh, referred to as the head, is also divided into several subsections. Notably, temples of this Rekh style in Bengal exhibit variations in their structural design.
দেওয়ানজী শিবমন্দির Dewanji Shib Temple
বীরভূম জেলা দুবরাজপুর থানার অন্তর্গত হেতমপুর গ্রামটি অত্যন্ত ঐতিহ্যশালী গ্রাম। হেতমপুর রাজবংশ উনবিংশ শতাব্দীতে এখানে বেশ কিছু মন্দির নির্মাণ করেন। রাজা শ্রীকৃষ্ণ চন্দ্র স্থাপিত চন্দ্রনাথ শিব মন্দিরের কাছে বাবু পাড়ার আরেকটি শিব মন্দির আছে। দেউল আকৃতির এই শিব মন্দিরটি দেওয়ানজি শিব মন্দির নামে খ্যাত। মন্দিরে কোন প্রতিষ্ঠা লিপি দেখি নি। শ্রদ্ধেয় দেব কুমার চক্রবর্তী লিখিত […]
Read Moreইছাই ঘোষের দেউল Ichai Ghosher Deul
পশ্চিম বর্ধমান জেলার গৌরাঙ্গপুর এর কাছে অজয় নদীর ধারে যে দেউলটি আছে তা ইছাই ঘোষের দেউল নামে পরিচিত। ষোড়শ শতকে নির্মিত স্থাপত্যটি অনবদ্য শিখর রীতির ঘরানায় তৈরি। এই অঞ্চলটি একসময় গোপভুমের সদগোপ রাজাদের অধীনে ছিল। এই শাসকেরা ঈশ্বর ঘোষকে তাদের আদি পুরুষ হিসেবে স্মরণ করত। সম্ভবত তারই নামে নামাঙ্কিত হয়েছিল ইছাই ঘোষের দেউল।দেউলটিতে নকশা কাটা […]
Read Moreজটার দেউল Jatar Deul
দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ডহারবার সাবডিভিশনে মথুরাপুর দুই ব্লকে প্রাচীন এই দেউল টি অবস্থিত। জটাধারী শিবের নাম অনুসারে দেউলটির নাম হয় জটার দেউল। The list of ancient monuments in the presidency division , Government of West Bengal ,1896, শীর্ষক গ্রন্থে দেখা যায় যে ১৮৭৫ খ্রিস্টাব্দে ডায়মন্ড হারবারের ডেপুটি কালেক্টর জানাচ্ছেন যে এই দেউল সংলগ্ন অঞ্চলের জঙ্গল […]
Read Moreসুপুর মন্দির Deul Supur
সুপুর গ্রামে শ্যাম শায়র পুকুরের ধারে একটি মন্দির আছে দেউল আকৃতির এই মন্দিরটি পূর্বমুখী। মন্দিরের গায়ে প্রতিষ্ঠা ফলক রয়েছে। There is a temple on the banks of Shyam Shayar Pond in Supur village. This temple is in the shape of a dome and faces east. There is a foundation plaque on the temple. বিকল্প নাম […]
Read MoreSonatapal
বাঁকুড়া থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে সোনাতপল গ্রামে বাঁকুড়া জেলার অন্যতম পুরা কীর্তি ইটের তৈরি এক বিশাল দেউল অবস্থান করছে। এতে ব্যবহার করা হয়েছে ১২ ইঞ্চি বাই সাড়ে ৮ ইঞ্চি বাপের ইট। অত্যন্ত পুরু দেওয়াল সম্বলিত এই স্থাপত্যটির উচ্চতা প্রায় ৫০ ফুট। আনুমান খ্রিস্টীয় ১১ শতকে এই স্থাপত্যটি নির্মিত হয়েছিল। কিরে কোন বিগ্রহ নেই। জনশ্রুতি […]
Read Moreসিদ্ধেশ্বর মন্দির Siddheswar Temple
বাঁকুড়া জেলার ওঁদা থানার মধ্যে অবস্থিত বহুলাড়া গ্রামের সিদ্ধেশ্বর মন্দিরটি প্রাচীন বাংলার এক ঐতিহ্য বহন করে চলেছে। পশ্চিমমুখী সিদ্ধেশ্বর শিবের মন্দিরটি ভারতবর্ষের মন্দির স্থাপত্যের এক উজ্জ্বল উদাহরণ। ১৮৭২-৭৩ খ্রিস্টাব্দে মিস্টার বেগলার বাংলা সফরের যে বিবরণ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্টে আটখন্ডে প্রকাশিত হয়েছে তার মধ্যে এই মন্দিরটির বিশদ বিবরণ আছে। এছাড়াও ডঃ রমেশ চন্দ্র মজুমদার […]
Read More