image

কিসমত নাড়াজোল রাসমঞ্চ Kismat Narajole Ras Mancha

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে কিসমত নাড়াজোল গ্রামটি বৈষ্ণব ভাবাদর্শে প্রতিষ্ঠিত। এখানে একটি মদনমোহনের পঞ্চরত্ন মন্দির কে কেন্দ্র করে যে পুরাকৃতি গুলি গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম একটি আটকোনা নয়টি চূড়া বিশিষ্ট রাসমঞ্চ।রাসমঞ্চে একটি প্রতিষ্ঠা লিপি আছে।  তারাপদ সাঁতরা লিখিত গ্রন্থে লিপি পাঠ থেকে জানা যায় এইটি  ১৮২৬ খ্রিস্টাব্দে হুগলির সেনহাটি গ্রামের মথুরা মোহন মিস্ত্রি নির্মাণ করেছিলেন।
রাসমঞ্চটি প্রচুর টেরাকোটা ফলকের অলংকরণে সমৃদ্ধ। প্রতি খিলানের থামে প্রমাণ সাইজের দ্বার পালের মূর্তি রয়েছে।
বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে স্থাপত্যটি নষ্ট হতে চলেছে।

Kismat Narajol village in Daspur of Paschim Medinipur district is founded on Vaishnavism. One of the ancient structures built here around the Pancharatna temple of Madanmohan is an octagonal nine-Pinnacled Rashmancha.
There is a foundation inscription in Rasmancha. From the reading of the inscription in the book written by Tarapada Santra, it is known that it was built in 1826 AD by Mathura Mohan Mistry of Senhati village of Hooghly.

The Ras mancha is richly decorated with terracotta panels. Each arch has a life-size statue of the gatekeeper on its pillar.
Currently, the architecture is in danger of decay due to lack of maintenance. 

Related Articles

অষ্টকোণ সোজা কার্নিশ Octagonal + Straight Cornice

লছিপুর রাসমঞ্চ Lachipur Rasmancha

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা লছিপুর গ্রামে বাগেদের বেশ কিছু পুরাকীর্তি এখনো দেখতে পাওয়া যায়। উনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় এই মন্দিরগুলি এখানে গড়ে ওঠে। একটি প্রায় ধ্বংসপ্রাপ্ত শ্রীধর বিষ্ণু (মূল বিগ্রহ শলগ্রাম শিলা এখনো উজিত হয়) মন্দিরের সামনে আটকোনা নবরত্ন একটি রাসমঞ্চ আছে। রাসমঞ্চের প্রতিটি জায়গাতেই বেশ কিছু টেরাকোটার কাজ লক্ষ্য করা যায়। প্রত্যেকটি দ্বারের […]

Read More
অষ্টকোণ সোজা কার্নিশ Octagonal + Straight Cornice

Jaipur Rasmancha

বাঁকুড়া জেলার জয়পুর থানার অন্তর্গত একটি গ্রাম জয়পুর। এখানে হাট তলার কাছে দে পাড়ায় একটি রাসমঞ্চ আছে। আটকোনা এই স্থাপত্যটির মাথায় ১৭ টি চূড়া রয়েছে। প্রায় পরিত্য়ক্ত অবস্থায় একটি মাঠের মধ্য়ে এর অবস্থান। দেখে মনে হয় একসময় কিছু টেরাকোটার কাজ এখানে ছিল।  Jaipur is a village under Jaipur police station of Bankura district. There is […]

Read More
অষ্টকোণ সোজা কার্নিশ Octagonal + Straight Cornice

দশঘরা রাসমঞ্চ Dasghara Rasmancha

হুগলি জেলার ধনেখালি থানার অন্তর্গত দশঘরা গ্রামটি অতিশয়  বর্ধিষ্ণু। এই গ্রামে সদানন্দ বিশ্বাস এবং তার পরিবার অনেক পুরাকীর্তি স্থাপনের সাথে যুক্ত ছিলেন। পঞ্চরত্ন মন্দির ,দোল মঞ্চ ,রাস মঞ্চ , শিব মন্দির এরকম দেবালয় নির্মাণ তাদের অন্যতম কীর্তি। আটকোনা সোজা কার্নিশ যুক্ত রাসমঞ্চটি এক অপরুপ শোভা নিয়ে বিরাজ করছে।  The village of Dashghara, under Dhanekhali police […]

Read More