image

লছিপুর রাসমঞ্চ Lachipur Rasmancha

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা লছিপুর গ্রামে বাগেদের বেশ কিছু পুরাকীর্তি এখনো দেখতে পাওয়া যায়। উনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় এই মন্দিরগুলি এখানে গড়ে ওঠে।
একটি প্রায় ধ্বংসপ্রাপ্ত শ্রীধর বিষ্ণু (মূল বিগ্রহ শলগ্রাম শিলা এখনো উজিত হয়) মন্দিরের সামনে আটকোনা নবরত্ন একটি রাসমঞ্চ আছে। রাসমঞ্চের প্রতিটি জায়গাতেই বেশ কিছু টেরাকোটার কাজ লক্ষ্য করা যায়। প্রত্যেকটি দ্বারের দুপাশে প্রমান সাইজের টেরাকোটার দ্বারপালের উপস্থিতি লক্ষণীয়। এছাড়াও দরজার ওপরে কার্নিশের নিচে প্রতিটি দিকেই বেশ কিছু ফলক আছে। পৌরাণিক কাহিনী , কৃষ্ণ লীলা, কালী মূর্তি, নৃসিংহ অবতার ফলক গুলি দর্শনীয়।

Several ancient temples can still be seen in Lachipur village of Ghatal subdivision of West Midnapore district established by the Bag family. These temples were built here in the mid-19th century.
There is a nearly ruined Sridhar Vishnu (the original idol is still carved from Shalagram rock) temple in front of it, a octagonal Navaratna Rasmancha. Several terracotta works can be seen at each place of the Rasmancha. The presence of a large-sized terracotta gatekeeper on both sides of each door is noteworthy. Also, there are several plaques on each side under the cornice above the door. The plaques depicting mythological stories, Krishna Leela, Kali idols, and Narasimha avatars are worth seeing 

Related Articles

অষ্টকোণ সোজা কার্নিশ Octagonal + Straight Cornice

কিসমত নাড়াজোল রাসমঞ্চ Kismat Narajole Ras Mancha

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে কিসমত নাড়াজোল গ্রামটি বৈষ্ণব ভাবাদর্শে প্রতিষ্ঠিত। এখানে একটি মদনমোহনের পঞ্চরত্ন মন্দির কে কেন্দ্র করে যে পুরাকৃতি গুলি গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম একটি আটকোনা নয়টি চূড়া বিশিষ্ট রাসমঞ্চ।রাসমঞ্চে একটি প্রতিষ্ঠা লিপি আছে।  তারাপদ সাঁতরা লিখিত গ্রন্থে লিপি পাঠ থেকে জানা যায় এইটি  ১৮২৬ খ্রিস্টাব্দে হুগলির সেনহাটি গ্রামের মথুরা মোহন মিস্ত্রি নির্মাণ […]

Read More
অষ্টকোণ সোজা কার্নিশ Octagonal + Straight Cornice

Jaipur Rasmancha

বাঁকুড়া জেলার জয়পুর থানার অন্তর্গত একটি গ্রাম জয়পুর। এখানে হাট তলার কাছে দে পাড়ায় একটি রাসমঞ্চ আছে। আটকোনা এই স্থাপত্যটির মাথায় ১৭ টি চূড়া রয়েছে। প্রায় পরিত্য়ক্ত অবস্থায় একটি মাঠের মধ্য়ে এর অবস্থান। দেখে মনে হয় একসময় কিছু টেরাকোটার কাজ এখানে ছিল।  Jaipur is a village under Jaipur police station of Bankura district. There is […]

Read More
অষ্টকোণ সোজা কার্নিশ Octagonal + Straight Cornice

দশঘরা রাসমঞ্চ Dasghara Rasmancha

হুগলি জেলার ধনেখালি থানার অন্তর্গত দশঘরা গ্রামটি অতিশয়  বর্ধিষ্ণু। এই গ্রামে সদানন্দ বিশ্বাস এবং তার পরিবার অনেক পুরাকীর্তি স্থাপনের সাথে যুক্ত ছিলেন। পঞ্চরত্ন মন্দির ,দোল মঞ্চ ,রাস মঞ্চ , শিব মন্দির এরকম দেবালয় নির্মাণ তাদের অন্যতম কীর্তি। আটকোনা সোজা কার্নিশ যুক্ত রাসমঞ্চটি এক অপরুপ শোভা নিয়ে বিরাজ করছে।  The village of Dashghara, under Dhanekhali police […]

Read More