image

দলপতিপুর শ্রীধরজীউ Dalapatipur Sridhar Jiu

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার অন্তর্গত খড়ার পৌরসভার দলপতিপুর গ্রামে একটি পঞ্চরত্ন মন্দির রয়েছে। পূর্বমুখী এই মন্দিরটি একটি উল্লেখযোগ্য পুরাকীর্তি। এখানে বিষ্ণু শ্রীধরজীউ রূপে পূজিত হন। ত্রিখিলান যুক্ত মন্দিরের ধনুকাকৃতি উপরের অংশে বেশ কিছু টেরাকোটা ফলক এখনো আছে। রাম রাবণের যুদ্ধ , কৃষ্ণ লীলা এর মূল প্রতিপাদ্য বিষয়। খিলান গুলির ধারে স্তম্ভের মধ্যেও কিছু টেরাকোটা ফলকের অস্তিত্ব আছে। মন্দিরের কাঠের দরজা দুটির পাল্লাতেও বেশ কিছু দেবদেবীর মূর্তি এবং ফুলকারী নকশা খোদাই করা আছে। দরজার দুপাশে টেরাকোটার দুটি বড় দ্বারপাল মূর্তিও রয়েছে।
প্রণব রায় লিখিত 'মেদিনীপুর জেলার প্রত্ন সম্পদ' গ্রন্থে একটি অস্পষ্ট পোড়ামাটির লিপির উল্লেখ আছে। সেখানে নিবন্ধ ছিল-
'সন ১২৩৫ সাল / সকাব্দা ১৭৫০'....
এই লিপি অনুসারে বোঝা যায় যে মন্দিরটি  ইংরেজি ১৮২৮ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল।

There is a Pancharatna temple in Dalpatipur village of Kharar Municipality under Ghatal police station of Paschim Medinipur district. This east-facing temple is a notable antiquities. Here Vishnu is worshipped in the form of Shridharjiu. Several terracotta plaques still exist in the arched upper part of the temple with three arches. The main theme of the plaques is the battle of Rama and Ravana, Krishna Leela. Some terracotta plaques also exist in the pillars of the temple.The wooden doors of the temple also have several statues of gods and goddesses carved on them, along with floral designs. There are also two large terracotta gatekeeper statues on either side of the doors.
There is a reference to an obscure terracotta inscription in the book 'Medinipur jelar pratna sampad'' written by Pranab Roy. The entry there was-

'sana 1235 sāla/ sakābdā 1750'....

According to this inscription, it is understood that the temple was established in 1828 AD

Related Articles

পঞ্চরত্ন Pancha Ratna

গোবিন্দ নগর রাধাগোবিন্দজিউ ও রাধারমনজিউ মন্দির Govinda Nagar Radha Govindajiu and Radharmanjiu Temple

পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর থানার অধীনে গোবিন্দ নগর গ্রামে একটি পঞ্চরত্ন টেরাকোটা মন্দির অবস্থান করছে। মন্দিরটি সরকার কর্তৃক সংরক্ষিত। রাধাগোবিন্দ ও রাধারমন মন্দির নামে এটি খ্যাত। দুটি আলাদা আলাদা যুগল মূর্তি এখানে অবস্থান করছে। সরকারি ঘোষণা অনুসারে দেখা যায় মন্দিরটি ১৮৭১ খ্রিস্টাব্দে নির্মিত। বর্তমানে কোন প্রতিষ্ঠা লিপি লক্ষ্য করতে পারিনি। তারাপদ সাঁতরা এবং প্রণব রায় […]

Read More
পঞ্চরত্ন Pancha Ratna

সুলতানপুর লক্ষীজনার্দন মন্দির Sultanpur Laxmijanardan Temple

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের অন্তর্গত সুলতানপুর গ্রামে একটি অতি প্রাচীন লক্ষ্মী জনার্দন মন্দির আছে। পঞ্চরত্ন মন্দিরটি পূর্বমুখী। কার্নিশের নিচে একটি প্রতিষ্টা ফলক থেকে জানা যায় মন্দিরটি ১২১৫ বঙ্গাব্দে অর্থাৎ ১৮০৮ সালে নির্মিত হয়েছিল। মন্দিরের সম্মুখভাগের কার্নিশ থেকে পাদপিঠ পর্যন্ত সমস্ত জায়গায় প্রচুর টেরাকোটা ফলকের উপস্থিতি আছে। দশাবতার কৃষ্ণ লীলার নানা রকম কাহিনী এই ফলক […]

Read More
পঞ্চরত্ন Pancha Ratna

নবগ্রাম গোপাল ও সিংহবাহিনী মন্দির Nabagram Gopal& Singhabahini Temple

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানায় নবগ্রাম গ্রামে মেদিনীপুর শহরের অতি প্রাচীন এক পুরাকীর্তি আছে। পূর্বমুখী সিংহ বাহিনীর এই পঞ্চরত্ন মন্দিরটি অত্যন্ত সুন্দর একটি স্থাপত্য। বর্তমানে ধ্বংসের মুখে পড়ে আছে। ত্রিখিলান যুক্ত প্রবেশপথের ওপর দিকে কার্নিশের নিচে এবং দুপাশের থাম জুড়ে প্রচুর টেরাকোটা সম্বলিত ফলক অবস্থান করছে। প্রচুর ফলক নষ্ট হয়ে যাওয়ার পরেও যা এখানে আছে […]

Read More