image

দেবীপুর লক্ষ্মী জনার্দন মন্দির Lakshmi Janardan temple Debipur

বর্ধমান  জেলার মেমারি থানার অন্তর্গত দেবীপুর এক বর্ধিষ্ণু গ্রাম। এই গ্রামে সিংহ পরিবার প্রতিষ্ঠিত লক্ষ্মী জনার্দন মন্দিরটি এক অতি সুন্দর পুরা কীর্তি। মন্দিরটি উড়িষ্যা ঘরানার রেখ দেউল আদলে তৈরি হয়েছে। মন্দিরটি সংলগ্ন উচু ভিত্তি ভূমির উপরে ত্রিখিলান যুক্ত একটি এক বাংলা কাঠামো (জগমোহন)  রয়েছে।
মন্দির টি একটি অতি উৎকৃষ্ট টেরাকোটা সমৃদ্ধ স্থাপত্য। প্রায় ৫০ ফুট উচ্চ মন্দিরটির শিখর সপ্তরথ ঘরানায় নির্মিত। মন্দিরের প্রতিষ্ঠা লিপি অনুসারে এটি নির্মাণ শুরু হয় ১৭৬২ শকাব্দ বা সন ১২৪৭ সাল এবং নির্মাণ কাজ সমাপ্ত হয়। ১৭৬৬ শকাব্দ বা সন ১২৫১ সাল।
 

Devipur is a village in Memari police station of Burdwan district. The Lakshmi Janardan temple established by the Singh family in this village is a very beautiful monument. The temple is built in the style of the Rekha Deul of the Orissa Gharana. The temple is surrounded by a high foundation with a three-arched Ek  Bengla structure (Jagmohan). The temple is a very fine terracotta rich architecture. The spire , of the  50 feet high temple , is built in the Saptaratha style.

According to the foundation inscription of the temple, its construction began in 1762 Shakabd or the year 1247 Bangabda and the construction work was completed in 1766 Shakabd or the year 1251 Bangabda.

Related Articles

মসৃণ বক্ররেখ যুক্ত (ওড়িয়া)

ইছাই ঘোষের দেউল Ichai Ghosher Deul

পশ্চিম বর্ধমান জেলার গৌরাঙ্গপুর এর কাছে অজয় নদীর ধারে যে দেউলটি আছে তা ইছাই ঘোষের দেউল নামে পরিচিত। ষোড়শ শতকে নির্মিত স্থাপত্যটি অনবদ্য শিখর রীতির ঘরানায় তৈরি। এই অঞ্চলটি একসময় গোপভুমের সদগোপ রাজাদের অধীনে ছিল। এই শাসকেরা ঈশ্বর ঘোষকে তাদের আদি পুরুষ হিসেবে স্মরণ করত। সম্ভবত তারই নামে নামাঙ্কিত হয়েছিল ইছাই ঘোষের দেউল।দেউলটিতে নকশা কাটা […]

Read More
মসৃণ বক্ররেখ যুক্ত (ওড়িয়া)

জটার দেউল Jatar Deul

দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ডহারবার সাবডিভিশনে মথুরাপুর দুই ব্লকে প্রাচীন এই দেউল টি অবস্থিত। জটাধারী শিবের নাম অনুসারে দেউলটির নাম হয় জটার দেউল। The list of ancient monuments in the presidency division , Government of West Bengal ,1896, শীর্ষক গ্রন্থে দেখা যায় যে ১৮৭৫ খ্রিস্টাব্দে ডায়মন্ড হারবারের ডেপুটি কালেক্টর জানাচ্ছেন যে এই দেউল সংলগ্ন অঞ্চলের জঙ্গল […]

Read More
মসৃণ বক্ররেখ যুক্ত (ওড়িয়া)

Sonatapal

বাঁকুড়া থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে সোনাতপল গ্রামে বাঁকুড়া জেলার অন্যতম পুরা কীর্তি  ইটের তৈরি এক বিশাল দেউল অবস্থান করছে। এতে ব্যবহার করা হয়েছে ১২ ইঞ্চি বাই সাড়ে ৮ ইঞ্চি বাপের ইট। অত্যন্ত পুরু দেওয়াল সম্বলিত এই স্থাপত্যটির উচ্চতা প্রায় ৫০ ফুট। আনুমান খ্রিস্টীয় ১১ শতকে এই স্থাপত্যটি নির্মিত হয়েছিল। কিরে কোন বিগ্রহ নেই। জনশ্রুতি […]

Read More