image

লক্ষীপারি রাধাগোবিন্দ Lakshmipari Radhagobonda

পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার ভেতরে বাস রাস্তা থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার কংক্রিটের পথ ধরে এগিয়ে গেলে পাওয়া যাবে লক্ষীপারি গ্রাম। বৈষ্ণব প্রভাব যুক্ত এই গ্রামে রাধাগোবিন্দ মন্দির টি  অভিনব।
জোড় বাংলা রীতিতে তৈরি এই ঘরানার মন্দির পশ্চিমবঙ্গে আর আছে কিনা জানা নেই। দুটি চারচালা মন্দির সামনে এবং পেছনে জুড়ে জোড় বাংলা ঘরানায় এই মন্দিরটি তৈরি হয়েছে। সাধারণভাবে দুটি দোচালা (এক  বাংলা) মন্দির এইভাবে যুক্ত হলে তাকে জোড় বাংলা বলা হয়।

এক্ষেত্রে দুটিই চারচালা মন্দির। এছাড়া জোড় বাংলা মন্দিরের অন্য শর্তগুলি একই আছে। মন্দিরের ভেতরের বিন্যাসে  দুইটি কক্ষ একটা সামনের দিকে এবং একটা পেছনদিকে। সামনের কক্ষটি দালান হিসাবে এবং পেছনের কক্ষটি দেবতার অধিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে।

এক্ষেত্রে ডেভিড ম্যাককাচ্চন প্রদর্শিত কাছাকাছি শৈলীর একটি উদাহরণ আমরা দেখতে পাই অধুনা বাংলাদেশের রাজশাহী জেলায় পুটিয়া মন্দির কমপ্লেক্সের মধ্যে।  তবে এক্ষেত্র  দুটি চার চালা মন্দিরের মাঝখানে একটি দোচালা মন্দির একসঙ্গে যুক্ত হয়ে ছিল।

আলোচ্য মন্দিরের সামনে তুলসী মঞ্চটিও একটু অভিনব। চার চালা তুলসী মঞ্চের চালের ওপরে আটটা পল কাটা আছে।

প্রতিষ্ঠা লিপিহীন শতাব্দী প্রাচীন মন্দিরটিতে বহুবার সংস্কার হয়েছে সর্বশেষ ২০০৫ সালে একবার সংস্কার হয়। ইটের মন্দিরটি তে বেশ কিছু টেরাকোটা  ফলক আছে । বিভিন্ন সময় রং করার ফলে টেরাকোটা তার মাধুর্য হারিয়েছে ।

Lakshmipari village is located about four to five kilometers from the bus road inside Pingla police station of Paschim Medinipur district. The Radhagobonda temple is unique in this village with Vaishnavism influence.

It is not known whether this style of temple built in the Jora Bangla style still exists in West Bengal. This temple is built in the Jora Bangla style with two Charchala temples connected in front and behind. Generally, when two Dochala (one Bangla) temples are connected in this way, it is called Jora Bangla.

In this case, both are Charchala temples. Apart from this, the other conditions of the Jora Bengali temples are the same. The internal layout of the temple has two rooms, one in the front and one in the back. The front room is established as a dalan  and the back room is established as the abode of the deity.
In this case, we see an example of a style close to that shown by David McCutcheon in the Putia temple complex in Rajshahi district of present Bangladesh. However, in this case, a dochala temple was joined together between two four-chala temples.
The Tulsi Mancha in front of the temple in question is also a bit unusual. The four-tiered Tulsi Mancha has eight slats on the roof.
The century-old temple, which has no foundation inscription, has been renovated many times, the last time being in 2005.
The brick temple has several terracotta panels. The terracotta has lost its beauty due to painting at different times. 

Related Articles

জোড় বাংলা Jor Bangla

সিনেট বিশালাক্ষী মন্দির Senet Bisalakhshi Temple

হুগলি জেলার দাদপুর থানার অন্তর্গত সিনেট গ্রামে একটি জোড় বাংলা ধরনের মন্দির আছে। বিশালাক্ষী দেবীর মন্দিরটি এলাকায় খুবই প্রসিদ্ধ। ১৮২২ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত মন্দিরটি তে প্রচুর টেরাকোটা ফলকের অস্তিত্ব ছিল। বর্তমানে ২০১৯ সালে   সংস্কারের ফলে তাঁর কোন চিহ্ন মাত্র নেই। কেবলমাত্র প্রাচীন জোড় বাংলা মন্দিরের অবয়বটি রয়েছে এবং বিগ্রহ রয়েছে। আশ্বিন মাসে এখানে বিরাট উৎসব হয় […]

Read More
জোড় বাংলা Jor Bangla

ইটান্ডা জোড় বাংলা মন্দির Itanda Jorbangla Temple

বীরভূম জেলায় বোলপুর থানার অন্তর্গত একটি গ্রাম ইটান্ডা। বোলপুর থেকে ১৫ কিলোমিটার দূরে গ্রামটি অবস্থিত। এই গ্রামে একটি জোড় বাংলা ঘরানার মন্দির আছে। মন্দিরের বিগ্রহ কালী। একসময় এই ভেঙ্গে পড়া মন্দিরটি নতুন করে সংস্কার করা হয়েছে। জেলা প্রশাসন মন্দিরটি সংরক্ষণের কাজ করেছেন। দক্ষিণ মুখী এই মন্দিরে টেরাকোটা অলংকৃত অনেক ফলক রয়েছে। বেশ কিছু ফলক নষ্ট […]

Read More
জোড় বাংলা Jor Bangla

কেষ্টরয়ের মন্দির Kestorai Temple

জোড়বাংলা ঘরানার শিল্প মাধুর্যে সমৃদ্ধ বাঁকুড়া জেলার কেষ্ট রায় মন্দিরটি এক কথায় অতুলনীয়। টেরাকোটা অলংকরণের বৈচিত্র এবং প্রাচুর্য এই মন্দিরটির এক বৈশিষ্ট্য। দক্ষিণ মুখী এই মন্দিরটি রাজা বীর হাম্বীরের পুত্র রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেন। মন্দিরের প্রতিষ্ঠালিপিতে এর উল্লেখ আছে – ” শ্রী রাধিকাকৃষ্ণমুদে সুধাংশুরসাঙ্কগে সৌধগৃহং শকাব্দিশ্রী বীর হাম্বির নরেশ সূনুদদৌ নৃপঃ শ্রী রঘুনাথ সিংহঃ । […]

Read More