
পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার সদরে অবস্থিত বিখ্যাত মন্দির টি হল 'হট নাগর শিব মন্দির'। লোক মুখে প্রচারিত উড়িষ্যার রাজা মুকুন্দ দেব এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন । মন্দিরটি ওড়িশা রীতিতেই তৈরি। বারান্দা যুক্ত সুউচ্চ শিখর দেউলের সামনে পীড়া আকৃতির জগমোহন টি দর্শনীয়। গর্ভগৃহ সম্বলিত শিখর দেউলটি সপ্তরথ রীতিতে ভূমি থেকে শীর্ষ অবধি নির্মিত হয়েছে। শীর্ষে আমলক এবং তার উপর একটি চূড়া প্রতিষ্ঠিত আছে। জগমোহন টি পীড়া আকৃতিতে নির্মিত হয়েছে। মন্দিরের এই রূপকল্পটি উড়িষ্যার রীতির সাথে সাযুজ্যপূর্ণ।
মন্দিরের দুটি অংশের ভিতরটি লহরা যুক্ত। চারদিকের দেয়ালের উপর থেকে শীর্ষবিন্দু পর্যন্ত লহরা গুলি শঙ্কু আকৃতিতে উঠে গেছে।
মন্দিরের সামনে ইটের তৈরি উঁচু ভিত্তি ভূমির উপরে বারটি খিলানযুক্ত রাসমঞ্চ টি দর্শনীয়।
সাদা রংয়ের মূল মন্দিরটি পলেস্তারা দ্বারা দিয়ে আবৃত। মন্দিরের সামনে প্রত্নতাত্ত্বিক বিচারে উল্লেখযোগ্য কয়েকটি মূর্তি রয়েছে। মন্দিরের ভেতরে বিগ্রহ শিবলিঙ্গ একটি বৃহৎ গৌরিপট্টের ভেতর দিকে নিচুতে অবস্থিত।
অনুমান মন্দির টি খৃষ্টীয় ষোড়শ শতকে তৈরি হয়েছিল।
The famous temple located in the headquarters of Egra police station in Purba Medinipur district is 'Hat Nagar Shiva Temple'. It is said that the king of Odisha, Mukunda Dev, founded this temple. The temple is built in the Orissa style. In front of the tall shikhar deul with a veranda, the Jagmohan in the shape of a pyramid is spectacular. The shikhar deul with a sanctum sanctorum is built from the ground to the top in the Saptaratha style. At the top is an amloka and a chura is established on it.
Jagmohan is built in the shape of a pyramid. This temple design is in harmony with the Odisha style.
The interior of the two parts of the temple is fluted. The flutes rise in a conical shape from the top of the four walls to the apex.
In front of the temple, a twelve-arched Rasmancha built on a high brick foundation is visible.
The white main temple is covered with plaster. In front of the temple, there are several statues that are significant in terms of archeology.
The temple is believed to have been built in the 16th century AD.