
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক মহকুমার ময়না ব্লকে ময়না গ্রামটি অবস্থিত। গড় ময়না একটি ঐতিহাসিক স্থান। ধর্মমঙ্গলে উল্লেখিত রাজা লাউসেনের রাজধানী এইখানে ছিল বলে কথিত আছে। গড় এলাকাটি দুটি পরীখা দিয়ে সম্পূর্ণভাবে মূল ভুভাগের সাথে বিচ্ছিন্ন। এখনো নৌকা করে পরীখা পেরিয়ে তারপর গড়ে ঢুকতে হয়।
এই গড়ের মধ্যে অবস্থিত অন্যতম প্রাচীন শ্যামসুন্দর মন্দির।
পঞ্চরত্ন বিশিষ্ট এই ইটের মন্দিরটি দক্ষিণ মুখী। মন্দির লাগোয়া নাট মন্দির টি একটা দিক সম্পূর্ণ ঢেকে থাকায় সামগ্রিক মন্দিরটি একটি একবারে দেখা দুষ্কর। মন্দিরে কোন প্রতিষ্ঠা লিপি নেই ও কোন টেরাকোটার কাজও নেই। ইটের মন্দিরের স্থাপত্য শিল্পটিই দর্শনীয়।
Moyna village is located in Mouna block of Tamluk subdivision of Purba Medinipur district. Garh Moyna is a historical place. It is said that the capital of King Lausen mentioned in Dharmamangal was here. The Garh area is completely separated from the mainland by two parikhas.
You still have to cross the Parikha by boat and then enter the fort. One of the oldest temples, Shyamsundar Temple, is located within this fort. This brick temple, which is adorned with the Pancharatna, faces south.
The temple is completely covered by the adjoining Nat temple on one side, making it difficult to see the entire temple at once. There is no foundation inscription in the temple and no terracotta work. The architecture of the brick temple is the only thing worth seeing.