
নদীয়া জেলার কৃষ্ণনগর শহর থেকে ৯ কিলোমিটার দূরে কৃষ্ণনগর নবদ্বীপ রাস্তায় আমঘাটা রেল স্টেশন থেকে এক কিলোমিটার দূরে হরিহর মন্দিরটি অবস্থিত। বিভিন্ন কারণে এই মন্দিরটি কিছু বিশিষ্টতা অর্জন করেছে।
এক সময় জলঙ্গির শাখা নদী অলকানন্দা এখান দিয়ে প্রবাহিত হতো।। মহারাজা কৃষ্ণচন্দ্র এই নদীর তীরে হরিহর মন্দিরটি ১৭৭৬ খ্রিস্টাব্দে নির্মাণ করেছিলেন। যে দর্শনের বশিভূত হয়ে তিনি এই অভিনব মন্দিরটি নির্মাণ করেন সেটি হল যে - শিব এবং বিষ্ণু কোন পৃথক সত্তা নয়। মানুষের পারস্পরিক বিদ্বেষ এবং ভ্রান্তি দূর করার জন্য একই অঙ্গে তিনি এই রূপ কল্পনা করেন।
বিগ্রহটির বাম দিক, মূর্তির আঙ্গিকে দেখলে ডান দিক বিষ্ণুর (হরি ) এবং ডান দিক, মূর্তির আঙ্গিকে দেখলে বাম দিক শিবের (হর) দুই-এ মিলে একাত্মা হরি হর। হরির দুহাতে শঙ্খ এবং চক্র, হরর দুহাতে ত্রিশূল এবং অভয় মুদ্রা। মূর্তির বিষ্ণুর পাশে লক্ষ্মী এবং শিবের পাশে পার্বতী মূর্তির অবস্থান। মূর্তির হরি অংশটি কৃষ্ণবর্ণ এবং হর অংশটি শ্বেত বর্ণ।
মন্দিরে মহারাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠিত আরো অন্যান্য দেব-বিগ্রহ আছে।
মন্দিরটির বাহ্যিক গড়নটি অভিনব। সমতল দালানের উপরে দুটি সুঁচালো গম্বুজ আছে। খুব অল্প হলেও বাংলায় মুসলিম ঘরানার গম্বুজ বিশিষ্ট মন্দির রয়েছে। ডেভিড ম্যাককাচ্চন আলোচ্য মন্দিরের ঘরানাটিকে মুসলিম ঘরানায় গঠিত যমজ সুঁচালো গম্বুজ সম্বলিত মন্দির হিসাবে ব্যাখ্যা করেছেন।
বর্তমানে ইটের মন্দিরটি সিমেন্টের প্লাস্টার দিয়ে ঢাকা হয়েছে এবং নতুন ভাবে রং করা হয়েছে। মন্দির প্রাঙ্গণে পুরনো ইটের দুটি ছোট স্তম্ভ এখনো দেখা যায়।
মন্দিরটির কমই সংলগ্ন পাদপিঠে চার লাইনের প্রতিষ্ঠা ফলকটি এইরকম -
" গঙ্গাবাসে বিধিশ্রুত্যনুগতসুকৃতক্ষৌণিপালে শকেহোস্মিন
শ্রীযুক্তো বাজপেয়ী ভুবি বিদিত মহারাজরাজেন্দ্রদেবঃ ।
ভেত্তুভ্রান্তিং মুরারিত্রিপুরহরভিদামঞাতাং পামরাণাং
অদ্বৈতং ব্রহ্মরূপং হরিহরমুময়া স্থাপয়োল্লনয়া চ ।।"
'অঙ্কশ্য বামাগতি' হিসাবে প্রথম লাইনের দ্বিতীয় শব্দের পাঠ অনুসারে স্থাপত্য সালটি হল -
বিধিশ্রুত্যনুগত ৮ , সুকৃত ৯ , ক্ষৌণিকপাল (চাঁদের ষোল কলা) ১৬ অর্থাৎ ১৬৯৮ শক।
Harihar Temple is located 9 km from Krishnanagar city in Nadia district, one km from Amghata Railway Station on Krishnanagar Nabadwip Road. This temple has gained some prominence for various reasons.
Once upon a time, the Alaknanda, a tributary of the Jalangi, flowed through here. Maharaja Krishnachandra built the Harihar Temple on the banks of this river in 1776 AD. The philosophy that guided him in building this unique temple was that Shiva and Vishnu are not separate entities. He imagines this form in the same body to remove the mutual hatred and delusion of people.
The left side of the idol, when viewed in the form of an idol, the right side is Vishnu (Hari) and the right side, when viewed in the form of an idol, the left side is Shiva (Hara), both of which come together as one soul, Hari Hara. Hari has a conch and a chakra in his two hands, Hara has a trident and an Abhaya mudra in his two hands. Lakshmi is next to Vishnu in the idol and Parvati is next to Shiva. The Hari part of the idol is black in color and the Hara part is white in color.
There are other deities installed by Maharaja Krishnachandra in the temple.
The external structure of the temple is unique. There are two pointed domes on top of the flat building. Although very few Muslim style temples with domes exist in Bengal. David McCutcheon has described the style of the temple in question as a twin-domed, Muslim-style temple.
The brick temple is currently covered with cement plaster and has been repainted. Two small old brick pillars can still be seen in the temple premises.
The four-line foundation plaque at the foot of the temple, barely adjacent to it, reads as follows -
" Gaṅgābāsē bidhiśrutyanugatasukr̥takṣauṇipālē śakēhōsmina
śrīyuktō bājapēẏī bhubi bidita mahārājarājēndradēbaḥ.
Bhēttubhrāntiṁ murāritripuraharabhidāmañātāṁ pāmarāṇāṁ
adbaitaṁ brahmarūpaṁ hariharamumaẏā sthāpaẏōllanaẏā ca.."
According to the reading of the second word of the first line as 'Ankashya Bamagati', ( numeric figure from right to left rule) the architectural year is -
Vidhisrutyanugata 8, Sukrita 9, Kshaunikpala (sixteen Kalas of the Moon) 16, i.e. 1698 Saka.