image

কালনা জগন্নাথবাড়ী শিবমন্দির Kalna Jagannathbari Shib Temples

বর্ধমান জেলার কালনায় কোর্ট যাবার রাস্তার কাছে জগন্নাথ মন্দির ছিল। জগন্নাথ বাড়ি চারটি শিব মন্দির এগুলি ধ্বংসের পথে। এখন গঙ্গার ধারে দুটি শিব মন্দির দেখতে পাওয়া যায়। গঙ্গা অনেকটা দূরে সরে গেছে কিন্তু কালের সাক্ষী জোড়া শিব মন্দির দুটি এখনো রয়েছে। শিব মন্দির দুটি রামেশ্বর ও ভুবনেশ্বর শিব নামে পরিচিত।
ছ ফুট বেদীর ওপরে ৩৪ ফুট উচ্চতা বিশিষ্ট এই মন্দির দুটি একসময় অনেক টেরাকোটা কাজ সমন্বিত ছিল।। কালনার সাংস্কৃতিক ইতিহাস গ্রন্থে পাওয়া যায় যে ১৭৫৪ খ্রিস্টাব্দে রানি ছন্দকুমারী দেবী এই জগন্নাথ বাড়িতে শ্রী শ্রী রামেশ্বর নামে শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করেছিলেন এবং পরের বছর (১৭৫৫) রানী ইন্দ্রকুমারী এই শিব মন্দিরের পাশে আরেকটি শিব মন্দির ভুবনেশ্বর শিব প্রতিষ্ঠা করেন ।

There was a Jagannath temple near the road to the court in Kalna, Burdwan district. There are four Shiva temples in the Jagannath house, these are in the process of being destroyed. Now two Shiva temples can be seen on the banks of the Ganges. The Ganges has moved away a lot, but the two Shiva temples, witnesses of time, still exist.The two Shiva temples are known as Rameshwar and Bhubaneswar Shiva.
These two temples, which are 34 feet high on a 6-foot altar, once contained a lot of terracotta work.
It is found in the book Kalnar Sanskritk itihas that in 1754 AD, Queen Chandakumari Devi installed the Shivalinga in this Jagannath temple under the name Sri Sri Rameshwar and in the next year (1755) Queen Indrakumari established another Shiva temple, Bhubaneswar Shiva, next to this Shiva temple.

 

Related Articles

গুচ্ছ মন্দির Cluster of Temples

উচকরণ মন্দির গুচ্ছ Uchkaran Temples

বীরভূমের নানুরের ঠিক দক্ষিণ দিকে উচকরণ গ্রামটি অবস্থিত। এই গ্রামে চারটি চারচালা মন্দির একই বারান্দার ওপরে অবস্থিত। মন্দিরের প্রতিষ্ঠা লিপি হিসাবে দেখা যায় ১১৭৫ বঙ্গাব্দে এই মন্দিরগুলি প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরগুলি সবই পশ্চিমমুখী। টেরাকোটা ফলকের অলংকরণ গুলি খুব সূক্ষ্ম সৌন্দর্য মণ্ডিত। শ্রদ্ধেয় দেব কুমার চক্রবর্তী তার গ্রন্থ বীরভূম জেলার পুরাকীর্তি যা 1972 সালে প্রথম প্রকাশিত হয়েছিল […]

Read More
গুচ্ছ মন্দির Cluster of Temples

জলন্দী মন্দির গুচ্ছ Jalandi cluster of temples

বীরভূম জেলার নানুর থানায় জলন্দী বলে একটি গ্রাম রয়েছে। বিশেষজ্ঞগণের মতে ‘ ধর্মমঙ্গল কাব্যে সামন্ত শেখর রাজার রাজধানী রূপে জলন্দারগড় এর উল্লেখ আছে। জলন্দী গ্রামটি সম্ভবত এই নামের স্মৃতি বহন করছে।’এই গ্রামের পশ্চিম দিকে তিনটি পাশাপাশি মন্দির রয়েছে। মন্দিরগুলি সবকটি পশ্চিমমুখী। মন্দির গুলির বাঁদিকেরটা চারচালা এবং ডান দিকেরটা আটচালা মধ্যখানে পঞ্চরত্ন মন্দির।পঞ্চরত্ন মন্দিরটি উনবিংশ শতাব্দীতে […]

Read More
গুচ্ছ মন্দির Cluster of Temples

আনন্দ ভৈরবী মন্দির গুচ্ছ Anandabhairabi kali temple cluster

হুগলি জেলার সুখারিয়া গ্রামে প্রতিষ্ঠিত ২৫ রত্ন মন্দিরের এক অপরূপ নিদর্শন আমরা দেখতে পাই আনন্দ ভৈরবী মন্দিরে। সুধীর কুমার বিদ্যা বিনোদ  লিখিত হুগলি জেলার ইতিহাস গ্রন্থে জানা যায় যে –নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্রের সাথে মনমালিন্য হওয়ার কারণে আনন্দরাম মুস্তৌফি এই অঞ্চলে বসবাস করতে শুরু করেন। বর্ধমান রাজাদের সাথে এই পরিবারের হৃদ্যতা ছিল। মন্দিরের প্রতিষ্ঠা লিপিতে দেখা […]

Read More