image

উচকরণ মন্দির গুচ্ছ Uchkaran Temples

বীরভূমের নানুরের ঠিক দক্ষিণ দিকে উচকরণ গ্রামটি অবস্থিত। এই গ্রামে চারটি চারচালা মন্দির একই বারান্দার ওপরে অবস্থিত। মন্দিরের প্রতিষ্ঠা লিপি হিসাবে দেখা যায় ১১৭৫ বঙ্গাব্দে এই মন্দিরগুলি প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরগুলি সবই পশ্চিমমুখী। টেরাকোটা ফলকের অলংকরণ গুলি খুব সূক্ষ্ম সৌন্দর্য মণ্ডিত। শ্রদ্ধেয় দেব কুমার চক্রবর্তী তার গ্রন্থ বীরভূম জেলার পুরাকীর্তি যা 1972 সালে প্রথম প্রকাশিত হয়েছিল তাতে বলেছিলেন যে মন্দিরগুলি জীর্ণ হয়ে পড়ছে সংরক্ষণের প্রয়োজন আছে। ২০১৭ সালে মন্দিরগুলি র সংস্কার করার পরবর্তী রূপ টি দেখেছি। টেরাকোটা ফলক গুলি যথাসম্ভব রয়েছে কিন্তু রং করার ফলে তার গরিমা কিছুটা হারিয়েছে।

Uchakaran village is located just south of Nanoor in Birbhum. In this village, four Charchala temples are situated on the same veranda. As per the foundation inscription of the temples, these temples were established in 1175 Bengali year.
The temples all face west. The terracotta plaques are decorated with exquisite beauty. Reverend Dev Kumar Chakraborty in his book Birbhum Jelar Purakirti, first published in 1972, said that the temples were getting dilapidated and needed to be preserved.
We saw the temples in their later form after renovation in 2017. The terracotta panels are still there as much as possible but have lost some of their glory due to painting.

Related Articles

গুচ্ছ মন্দির Cluster of Temples

কালনা জগন্নাথবাড়ী শিবমন্দির Kalna Jagannathbari Shib Temples

বর্ধমান জেলার কালনায় কোর্ট যাবার রাস্তার কাছে জগন্নাথ মন্দির ছিল। জগন্নাথ বাড়ি চারটি শিব মন্দির এগুলি ধ্বংসের পথে। এখন গঙ্গার ধারে দুটি শিব মন্দির দেখতে পাওয়া যায়। গঙ্গা অনেকটা দূরে সরে গেছে কিন্তু কালের সাক্ষী জোড়া শিব মন্দির দুটি এখনো রয়েছে। শিব মন্দির দুটি রামেশ্বর ও ভুবনেশ্বর শিব নামে পরিচিত। ছ ফুট বেদীর ওপরে ৩৪ […]

Read More
গুচ্ছ মন্দির Cluster of Temples

জলন্দী মন্দির গুচ্ছ Jalandi cluster of temples

বীরভূম জেলার নানুর থানায় জলন্দী বলে একটি গ্রাম রয়েছে। বিশেষজ্ঞগণের মতে ‘ ধর্মমঙ্গল কাব্যে সামন্ত শেখর রাজার রাজধানী রূপে জলন্দারগড় এর উল্লেখ আছে। জলন্দী গ্রামটি সম্ভবত এই নামের স্মৃতি বহন করছে।’এই গ্রামের পশ্চিম দিকে তিনটি পাশাপাশি মন্দির রয়েছে। মন্দিরগুলি সবকটি পশ্চিমমুখী। মন্দির গুলির বাঁদিকেরটা চারচালা এবং ডান দিকেরটা আটচালা মধ্যখানে পঞ্চরত্ন মন্দির।পঞ্চরত্ন মন্দিরটি উনবিংশ শতাব্দীতে […]

Read More
গুচ্ছ মন্দির Cluster of Temples

আনন্দ ভৈরবী মন্দির গুচ্ছ Anandabhairabi kali temple cluster

হুগলি জেলার সুখারিয়া গ্রামে প্রতিষ্ঠিত ২৫ রত্ন মন্দিরের এক অপরূপ নিদর্শন আমরা দেখতে পাই আনন্দ ভৈরবী মন্দিরে। সুধীর কুমার বিদ্যা বিনোদ  লিখিত হুগলি জেলার ইতিহাস গ্রন্থে জানা যায় যে –নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্রের সাথে মনমালিন্য হওয়ার কারণে আনন্দরাম মুস্তৌফি এই অঞ্চলে বসবাস করতে শুরু করেন। বর্ধমান রাজাদের সাথে এই পরিবারের হৃদ্যতা ছিল। মন্দিরের প্রতিষ্ঠা লিপিতে দেখা […]

Read More