image

আনন্দ ভৈরবী মন্দির গুচ্ছ Anandabhairabi kali temple cluster

হুগলি জেলার সুখারিয়া গ্রামে প্রতিষ্ঠিত ২৫ রত্ন মন্দিরের এক অপরূপ নিদর্শন আমরা দেখতে পাই আনন্দ ভৈরবী মন্দিরে। সুধীর কুমার বিদ্যা বিনোদ  লিখিত হুগলি জেলার ইতিহাস গ্রন্থে জানা যায় যে -
নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্রের সাথে মনমালিন্য হওয়ার কারণে আনন্দরাম মুস্তৌফি এই অঞ্চলে বসবাস করতে শুরু করেন। বর্ধমান রাজাদের সাথে এই পরিবারের হৃদ্যতা ছিল। মন্দিরের প্রতিষ্ঠা লিপিতে দেখা যায় যে বীরেশ্বর মুস্তৌফি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। Mitra mustafi family history  অনুসার মন্দিরটি প্রতিষ্ঠা হয় ১৮১৩ সালে।
অনুমান করি বর্ধমান রাজ পরিবারের সাথে সম্পর্কিত হওয়ার কারণে কালনা অঞ্চলের যে ২৫ চূড়া মন্দিরগুলি দেখতে পাওয়া যায় সেই স্থাপত্য অনুসারে এই মন্দিরটা নির্মিত হয়েছিল।

মন্দির প্রাঙ্গণে দুটি পঞ্চরত্ন এবং দশটি আটচালা মোট বারোটি  মন্দির আছে। এর মধ্য়ে একটি পঞ্চরত্ন মন্দির গণেশের বাকি ১১ টি মন্দির শিবের। 

( ২৫ রত্ন মন্দিরের অন্তর্গত আনন্দ ভৈরবী মন্দির দ্রষ্টব্য )

We see a wonderful example of the 25 Ratna Temple established in the village of Sukharia in Hooghly district in the Anand Bhairavi Temple. In the history of Hooghly district written by Sudhir Kumar Vidya Vinod, it is known that -Anandaram Mustaufi started living in this region due to a disagreement with the Nadia king Krishnachandra. This family had cordial relations with the Burdwan kings. The foundation inscription of the temple shows that Bireshwar Mustaufi founded this temple. According to Mitra mustafi family history, the temple was established in 1813.
I guess this temple was built according to the architecture of the 25 peak temples that can be seen in the Kalna region due to its connection with the Burdwan royal family.

There are a total of twelve  temples in the temple premises, two Pancharatna and ten Atchala. Wherein Ganesh worshiped in one pancha ratna temple and  shib worshiped in other 11 temples.

( See Ananda Bhairabi Temple under Panchabingsati  Ratna Temples )

Related Articles

গুচ্ছ মন্দির Cluster of Temples

কালনা জগন্নাথবাড়ী শিবমন্দির Kalna Jagannathbari Shib Temples

বর্ধমান জেলার কালনায় কোর্ট যাবার রাস্তার কাছে জগন্নাথ মন্দির ছিল। জগন্নাথ বাড়ি চারটি শিব মন্দির এগুলি ধ্বংসের পথে। এখন গঙ্গার ধারে দুটি শিব মন্দির দেখতে পাওয়া যায়। গঙ্গা অনেকটা দূরে সরে গেছে কিন্তু কালের সাক্ষী জোড়া শিব মন্দির দুটি এখনো রয়েছে। শিব মন্দির দুটি রামেশ্বর ও ভুবনেশ্বর শিব নামে পরিচিত। ছ ফুট বেদীর ওপরে ৩৪ […]

Read More
গুচ্ছ মন্দির Cluster of Temples

উচকরণ মন্দির গুচ্ছ Uchkaran Temples

বীরভূমের নানুরের ঠিক দক্ষিণ দিকে উচকরণ গ্রামটি অবস্থিত। এই গ্রামে চারটি চারচালা মন্দির একই বারান্দার ওপরে অবস্থিত। মন্দিরের প্রতিষ্ঠা লিপি হিসাবে দেখা যায় ১১৭৫ বঙ্গাব্দে এই মন্দিরগুলি প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরগুলি সবই পশ্চিমমুখী। টেরাকোটা ফলকের অলংকরণ গুলি খুব সূক্ষ্ম সৌন্দর্য মণ্ডিত। শ্রদ্ধেয় দেব কুমার চক্রবর্তী তার গ্রন্থ বীরভূম জেলার পুরাকীর্তি যা 1972 সালে প্রথম প্রকাশিত হয়েছিল […]

Read More
গুচ্ছ মন্দির Cluster of Temples

জলন্দী মন্দির গুচ্ছ Jalandi cluster of temples

বীরভূম জেলার নানুর থানায় জলন্দী বলে একটি গ্রাম রয়েছে। বিশেষজ্ঞগণের মতে ‘ ধর্মমঙ্গল কাব্যে সামন্ত শেখর রাজার রাজধানী রূপে জলন্দারগড় এর উল্লেখ আছে। জলন্দী গ্রামটি সম্ভবত এই নামের স্মৃতি বহন করছে।’এই গ্রামের পশ্চিম দিকে তিনটি পাশাপাশি মন্দির রয়েছে। মন্দিরগুলি সবকটি পশ্চিমমুখী। মন্দির গুলির বাঁদিকেরটা চারচালা এবং ডান দিকেরটা আটচালা মধ্যখানে পঞ্চরত্ন মন্দির।পঞ্চরত্ন মন্দিরটি উনবিংশ শতাব্দীতে […]

Read More