image

ঘুরিষা নবরত্ন মন্দির Ghurisa Naba ratna Temple

বীরভূমের ইলামবাজার থানার অন্তর্গত ঘুড়িষা গ্রাম এক বর্ধিষ্ণু এলাকা। এই গ্রামে যে কটি টেরাকোটা অলংকৃত ইটের মন্দির আছে তার মধ্যে অন্যতম নবরত্ন মন্দির। শ্রী শ্রী গোপাল ও লক্ষী জনার্দন বিগ্রহ এখানে পূজিত হন। ১১৪৫ বঙ্গাব্দে অর্থাৎ  ১৭৩৮ খৃষ্টাব্দে ক্ষেত্রনাথ দত্ত এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দিরে প্রচুর টেরাকোটা ফলক রয়েছে। 


Ghurisha village under Ilambazar police station in Birbhum is a very enreached area. This village has a number of terracotta decorated brick temples, one of which is the Navaratna temple ( nine pinnacled). The idols of Sri Sri Gopal and Lakshmi Janardana are worshipped here.This temple was founded by Kshetranath Dutta in 1145 Bengali (1738 AD). The temple has many terracotta plaques.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

নবরত্ন Nava Ratna

ঘাটাল বৃন্দাবনচন্দ্র মন্দির Ghatal Brindavanchandra Temple

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার অন্তর্গত গোস্বামী পাড়ায় শিলাবতী নদীর কাছে বৃন্দাবন চন্দ্রের মন্দিরটি প্রতিষ্ঠিত। নবরত্ন মন্দিরটি দক্ষিণমুখী। তারাপদ সাঁতরা লিখিত গ্রন্থ অনুযায়ী মন্দিরটির প্রতিষ্ঠাকাল ১৭১৬ শকাব্দ অর্থাৎ ১৭৯৪ খ্রিস্টাব্দ এবং প্রণব রায় লিখিত গ্রন্থে পাওয়া যায় মন্দিরটি ১৭১৩ শকাব্দ অর্থাৎ ১৭৯১ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত। সম্ভবত জীর্ণ লিপি পাঠে ১৭১৩ এবং ১৭১৬ দৃষ্টি বিভ্রম ঘটেছে। তারাপদ […]

Read More
নবরত্ন Nava Ratna

মহানাদ ব্রহ্মময়ী কালী মন্দির MahanadBrahmamayi Kali Temple

হুগলি জেলার পোলবা দাদপুর ব্লকের অন্তর্গত মহানাদ  হুগলি জেলার একটি প্রসিদ্ধ ঐতিহাসিক স্থান এখানে থেকে প্রচুর প্রত্নতাত্ত্বিক সামগ্রী পাওয়া গেছে। গুপ্ত যুগের কিছু নিদর্শন ভারতীয় জাদুঘরে সংরক্ষিত আছে। ইতিহাসের ধারা বেয়ে এই জনপদটিতে  বর্ধমানের মহারাজাদের জমিদারি গড়ে ওঠে। হিন্দু ধর্মের শৈব এবং শাক্ত ধারাটি এখানে বিস্তার লাভ করে। মহানাদের দক্ষিণপাড়ায় ১৮৩০ খ্রিস্টাব্দে  কৃষ্ণচন্দ্র নিয়োগী প্রতিষ্ঠিত […]

Read More
নবরত্ন Nava Ratna

নামো পাড়া শিব মন্দির Namo para Shib Temple

বীরভূম জেলার অন্যতম বর্ধিষ্ণুগ্রাম দুবরাজপুরে যে মন্দির সংস্কৃতির প্রচলন হয়েছিল তার মধ্যে নমোপাড়ায় নায়েক পরিবাররা যেখানে বসবাস করেন , সেখানে তিনটি মন্দিরের একটি গুচ্ছ রয়েছে। এক পাশে একটি চার চালা মন্দির এবং অন্যপাশে পঞ্চরথ ঘরানার একটি শিখর মন্দিরের মাঝে নবরত্ন মন্দিরটি অবস্থান করছে। জীর্ণ এই মন্দিরটি তে যে সুন্দর অলংকরণ ছিল তা বর্তমান অবস্থা থেকেও […]

Read More