
বীরভূমের ইলামবাজার থানার অন্তর্গত ঘুড়িষা গ্রাম এক বর্ধিষ্ণু এলাকা। এই গ্রামে যে কটি টেরাকোটা অলংকৃত ইটের মন্দির আছে তার মধ্যে অন্যতম নবরত্ন মন্দির। শ্রী শ্রী গোপাল ও লক্ষী জনার্দন বিগ্রহ এখানে পূজিত হন। ১১৪৫ বঙ্গাব্দে অর্থাৎ ১৭৩৮ খৃষ্টাব্দে ক্ষেত্রনাথ দত্ত এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দিরে প্রচুর টেরাকোটা ফলক রয়েছে।
Ghurisha village under Ilambazar police station in Birbhum is a very enreached area. This village has a number of terracotta decorated brick temples, one of which is the Navaratna temple ( nine pinnacled). The idols of Sri Sri Gopal and Lakshmi Janardana are worshipped here.This temple was founded by Kshetranath Dutta in 1145 Bengali (1738 AD). The temple has many terracotta plaques.