image

ঘুরিষা রঘুনাথজী মন্দির Ghurisha Raghunathji temple

বীরভূমের ইলামবাজার থানার অন্তর্গত ঘুরিষা বর্ধিষ্ণু একটি গ্রাম। এই গ্রামে রঘুনাথের জির চারচালা মন্দিরটি এক অন্যতম প্রাচীন মন্দির ১৬৩৩ খ্রিস্টাব্দে মন্দিরটি তৈরি হয়। কথিত আছে বর্গী হামলার সময় মূল রঘুনার্জির বিগ্রহটি চুরি হয়ে যায়। পরবর্তীকালে একটি শিবলিঙ্গ এখানে প্রতিষ্ঠিত হয়েছে।
মন্দিরের চারদিকেই টেরাকোটা অলংকৃত ফলক প্রতিষ্ঠিত হয়েছে।। অন্যতম কিছু ফলক যেমন নব নারীকুঞ্জর এখানে কৃষ্ণের নজন সখী মিলে একটা হাতির রূপ ধারণ করে এবং কৃষ্ণ তার ওপরে অধিষ্ঠান করে। এই ফলকটি সুন্দরভাবে উৎকীর্ণ হয়েছে।

Ghurisha  is a enreached village under Ilambazar police station in Birbhum. The Charchala temple of Raghunathjiu is one of the oldest temples in this village. The temple was built in 1633 AD. It is said that the original idol of Raghunarji was stolen during the Bargi attack.Later, a Shivalinga was installed here.
Terracotta decorated panels have been installed all around the temple. Some of the panels, such as the Nava Narikunjar, depict Krishna's consorts taking the form of an elephant and Krishna sitting on it. This panel is beautifully carved.