
বিষ্ণুপুরে নানুর থানার মধ্যে চারকল গ্রাম অবস্থিত। বর্ধিষ্ণু এই গ্রামে চ্যাটার্জিপাড়ায় একটি প্রাচীন শিব মন্দির রয়েছে। পঞ্চরত্ন এই মন্দিরটি পূর্বমুখী। মন্দিরের দেয়ালে উৎকীর্ণ একটি লিপিতে উল্লেখ রয়েছে যে এটি ১২৪৫ সালে ১১ আসাড় তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। মন্দিরটি যে কত স্বল্প খরচে তৈরি হয়েছিল তা ওই ফলকে উল্লেখিত আছে। বর্তমানে ফলকের কিয়দংশ মন্দিরের গায়ে লাগানো আছে। বাকিটা নষ্ট হয়ে গেছে। ফলক লিপিটি এইরকম ছিল -
"শ্রী শ্রী উমাকান্তেশ্বর শিবায় নমঃ। শ্রীদেবীচরণ চট্টোপাধ্যায় স্থাপিত। সন ১২৪৫ সাল তারিখ ১১ আসাড়। এই কারখানার খরচ হরেক দফায় ৪৪৯|৯ টাকা"
টেরাকোট্টা ফলক সম্বলিত মন্দিরটি বর্তমানে নষ্ট হয়ে যাচ্ছে।
Charkal village is located in Nanur thana in Bishnupur. There is an ancient Shiva temple in Chatterjeepara in this enreached village . This Pancharatna temple faces east. An inscription carved on the wall of the temple mentions that it was established on 11 Asad in the year 1245.The plaque mentions how cheaply the temple was built. Currently, a small fragment of the plaque is attached to the temple. The rest has been destroyed. The inscription on the plaque was as follows -
" SriSriUmakanreswar sibay namoh . Shridevicharan chattopadhyay sthapita .......... "
The temple with terracotta plaques is currently in ruins.