image

অনন্ত বাসুদেব মন্দির Ananta Basudev Temple

১৬৫৬ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহান বর্ধমান জেলার পাটুলির রাঘব দত্ত রায় কে সাতগাঁও অঞ্চলের একুশ টি পরগনার জমিদারি প্রদান করেন। তার পুত্র রামেশ্বর দত্ত। পরবর্তীকালে রাজা উপাধি পান। তিনি বাঁশ ঝাড় অধ্যুষিত এই এলাকা পরিষ্কার করে একটি দুর্গ নির্মাণ করেন। এখান থেকে এলাকার নাম হয় বাঁশবেড়িয়া। তিনি ১৬৭৯ খ্রিস্টাব্দে অনন্ত বাসুদেবের এক রত্ন মন্দিরটি প্রতিষ্ঠা  করেন। বর্তমানে এটি বাঁশবেড়িয়া পৌরসভার অন্তর্গত।
প্রস্তর ফলকে উল্লেখিত রয়েছে
"মহিবোমাঙ্গশীতাংশুগণিতশকবৎসরে ....." এই লিপি পাঠে জানা যায় ১৬০১ শকে মন্দিরটি নির্মিত হয়। অর্থাৎ ১৬৭৯ খ্রিস্টাব্দ।
ধনুকের মতো বাঁকানো চারচালা স্থাপত্যের ওপরে আটকোনা একরত্ন মন্দিরটি তৈরি হয়েছে। বৃহৎ চারচালা কাঠামোর ওপরে এক রত্ন মন্দির হুগলি জেলার একটি বৈশিষ্ট্য।

In 1656, Mughal Emperor Shah Jahan granted the zamindari of twenty-one parganas in the Satgaon region to Raghav Dutta Roy of Patuli in Burdwan district. His son was Rameshwar Dutta. Later he received the title of Raja. He cleared this area inhabited by bamboo bushes and built a fort. From here the area was named Banshberiya. He established one ek ratna temple of Ananta Vasudeva in 1679 AD. Presently it is under the Bansberia Municipality.
The stone tablet mentions
" Bomangshitangshuganitashakavatsare ...." Reading this inscription, it is known that the temple was built in the year 1601 saka.  That is, in 1679 AD.

The octagonal tower shaped rooftop is built on a bow-shaped arched structure. The Ek Ratna Temple on a large arched structure is a feature of the Hooghly district.

Related Articles

একরত্ন Ek Ratna

মদনমোহন মন্দির Madanmohan Temple

বিষ্ণুপুরের নগর দেবতা মদনমোহনের এক রত্ন মন্দিরটি এক কথায় অনবদ্য। মাকড়া পাথরের ভিত্তি ভূমির উপরে টেরাকোটা অলঙ্করণ সমৃদ্ধ মন্দিরটি তৈরি হয়েছিল ১৬৯৪ খ্রিস্টাব্দে। ধনুক আকৃতি বাঁকা চালার উপরে স্থাপিত শিখরটি অনবদ্য। মন্দিরের প্রতিষ্ঠা লিপিটি এইরকম –“শ্রী রাধাব্রজরাজনন্দন পদাম্ভজেষু তৎ প্রীতয়ে মল্লাব্দে ফনীরাজশীর্ষগনিতে মাসে শুচৌ নির্মলেসৌধং সুন্দররত্নমন্দিরমিদং সার্ধংস্বচেতোহলিনাশ্রীমদ্দুর্জন সিংহ ভুমিপতিনা দত্তং বিশুদ্ধাত্মনা        ১০০০”এটি পাঠে বোঝা যায় […]

Read More
একরত্ন Ek Ratna

Ramchandra Temple

হুগলি জেলার বলাগর ব্লকে অবস্থিত এখানকার বিখ্যাত এক গ্রাম গুপ্তিপাড়া। মুকুন্দরাম চক্রবর্তী বিরোচিত চন্ডীমঙ্গল কাব্যে এই স্থানের উল্লেখ রয়েছে। একসময় সংস্কৃত চর্চার পিঠস্থান ছিল এই গুপ্তিপাড়া। চারদিকে এক বিশাল প্রাচীর ঘেরা জায়গায় যে মন্দিরগুলি অবস্থান করছে তার মধ্যে অন্যতম রামচন্দ্রের মন্দির। সপ্তদশ শতকে এই মন্দিরটি স্থাপিত হয়। অষ্টকোন আকৃতির শিখর সহ চারচালা ছাদের মন্দিরটি এক […]

Read More