image

কেষ্টরয়ের মন্দির Kestorai Temple

জোড়বাংলা ঘরানার শিল্প মাধুর্যে সমৃদ্ধ বাঁকুড়া জেলার কেষ্ট রায় মন্দিরটি এক কথায় অতুলনীয়। টেরাকোটা অলংকরণের বৈচিত্র এবং প্রাচুর্য এই মন্দিরটির এক বৈশিষ্ট্য। দক্ষিণ মুখী এই মন্দিরটি রাজা বীর হাম্বীরের পুত্র রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেন। মন্দিরের প্রতিষ্ঠালিপিতে এর উল্লেখ আছে -

" শ্রী রাধিকাকৃষ্ণমুদে সুধাংশু
রসাঙ্কগে সৌধগৃহং শকাব্দি
শ্রী বীর হাম্বির নরেশ সূনু
দদৌ নৃপঃ শ্রী রঘুনাথ সিংহঃ । ৯৬১ ।"

মন্দিরটির স্থাপত্যে প্রথম দোচালাটির নিচে ত্রিখিলান দালান এবং দ্বিতীয় দোচালা টির নিচে গর্ভ গৃহ। দুটি দোচালার মাঝে একটি সংযোগকারী চূড়া আছে। একসময় গর্ভ গৃহে কৃষ্ণমূর্তি থাকলেও এখন নেই

The Kesto Roy Temple, situated in the Bankura district, stands as a paragon of architectural splendor, exemplifying the distinctive Jorbangla style that is unrivaled in its beauty. This venerable temple, founded by Raghunath Singh, son of the  King Bir Hambir, boasts an abundance of terracotta decorations that adorn its walls and roof.

The temple's structure consists of two do-chala buildings joined lengthwise, with a ratna or pinnacle above the junction, showcasing a unique blend of architectural styles.
The temple's foundation inscription, dated Shakabdi 961 (1655 CE), pays tribute to King Bir Hambir and his son Raghunath Singh.
The Kesto Roy Temple is a testament to the rich cultural heritage of Bishnupur, a city once ruled by the Malla dynasty.
The temple is now a protected monument, preserved by the Archaeological Survey of India ¹.
The temple is oriented towards the south, a deliberate design choice that reflects the architectural preferences of the time.
The temple's design features two do-chala structures connected by a roof, with a gap between the walls of the mandapa and the garbhagriha.
A square platform with a ratna or pinnacle adorns the junction of the two do-chala structures .

 

Related Articles

জোড় বাংলা Jor Bangla

ইটান্ডা জোড় বাংলা মন্দির Itanda Jorbangla Temple

বীরভূম জেলায় বোলপুর থানার অন্তর্গত একটি গ্রাম ইটান্ডা। বোলপুর থেকে ১৫ কিলোমিটার দূরে গ্রামটি অবস্থিত। এই গ্রামে একটি জোড় বাংলা ঘরানার মন্দির আছে। মন্দিরের বিগ্রহ কালী। একসময় এই ভেঙ্গে পড়া মন্দিরটি নতুন করে সংস্কার করা হয়েছে। জেলা প্রশাসন মন্দিরটি সংরক্ষণের কাজ করেছেন। দক্ষিণ মুখী এই মন্দিরে টেরাকোটা অলংকৃত অনেক ফলক রয়েছে। বেশ কিছু ফলক নষ্ট […]

Read More