
বাঁকুড়া থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে সোনাতপল গ্রামে বাঁকুড়া জেলার অন্যতম পুরা কীর্তি ইটের তৈরি এক বিশাল দেউল অবস্থান করছে। এতে ব্যবহার করা হয়েছে ১২ ইঞ্চি বাই সাড়ে ৮ ইঞ্চি বাপের ইট। অত্যন্ত পুরু দেওয়াল সম্বলিত এই স্থাপত্যটির উচ্চতা প্রায় ৫০ ফুট। আনুমান খ্রিস্টীয় ১১ শতকে এই স্থাপত্যটি নির্মিত হয়েছিল। কিরে কোন বিগ্রহ নেই। জনশ্রুতি মন্দিরের কাছাকাছি নাকি এটা সূর্য মূর্তি পাওয়া গিয়েছিল পূর্বর্মুখী এই মন্দিরটি সেই কারণে সূর্য মন্দির বলে পরিচিত।
Located approximately 8 kilometers from Bankura in the village of Sonatapal is a remarkable ancient brick temple, considered one of the oldest in the district. Constructed using bricks measuring 12 inches by 8.5 inches, this imposing structure stands around 50 feet tall with exceptionally thick walls. Dating back to the 11th century AD, the temple is notable for its architectural significance.
Although the temple is currently devoid of any idols, local legend suggests that a sun idol was discovered nearby, leading to its designation as the Sun Temple due to its east-facing orientation.