image

সিদ্ধেশ্বর মন্দির Siddheswar Temple

বাঁকুড়া জেলার ওঁদা থানার মধ্যে অবস্থিত বহুলাড়া গ্রামের সিদ্ধেশ্বর মন্দিরটি প্রাচীন বাংলার এক ঐতিহ্য বহন করে চলেছে। পশ্চিমমুখী সিদ্ধেশ্বর শিবের মন্দিরটি ভারতবর্ষের মন্দির স্থাপত্যের এক উজ্জ্বল উদাহরণ। ১৮৭২-৭৩ খ্রিস্টাব্দে মিস্টার বেগলার বাংলা সফরের যে বিবরণ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্টে আটখন্ডে প্রকাশিত হয়েছে তার মধ্যে এই মন্দিরটির বিশদ বিবরণ আছে। এছাড়াও ডঃ রমেশ চন্দ্র মজুমদার সম্পাদিত হিস্ট্রি এন্ড কালচার অফ দি ইন্ডিয়ান সিরিজের দিস্ট্রাগল ফর এম্পায়ার গ্রন্থে এই মন্দিরটি নিয়ে একটি বিশেষ নিবন্ধ আছে। বর্তমানকালে অমিয় কুমার বন্দোপাধ্যায় প্রণীত বাঁকুড়া জেলার পুরা কীর্তি গ্রন্থে এর বিবরণ লিপিবদ্ধ আছে।
এই রেখ দেউলটি ওড়িশা শৈলীতে নির্মিত , এর বাইরের দেয়ালটি পঞ্চরথ পদ্ধতিতে বিন্যস্ত। মন্দিরের চূড়াটি ভেঙে গেছে।
গর্ভ গৃহে প্রবেশদ্বার থেকে বেশ কিছুটা নিচে মাঝখানে সিদ্ধেশ্বর শিবলিঙ্গটি অবস্থিত।
বর্তমান মন্দিরটি প্রথমে শিব মন্দির ছিল না জৈন মন্দির ছিল এ বিষয়ে তর্কের অবকাশ আছে।
ইট নির্মিত রেখ দেউলটিতে  কোন প্রতিষ্ঠা লিপি পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা এই মন্দিরটির নির্মাণকাল একাদশ খ্রিষ্টাব্দ হিসাবে চিহ্নিত করেছেন।


The Siddheshwar Temple, situated in Bahulara village under Onda police station in Bankura district, is a remarkable example of ancient Bengal's architectural heritage. This west-facing Shiva temple showcases exceptional Indian temple architecture and has been documented in various notable sources, including:
 
- The Archaeological Survey of India report (1872-73) by Mr. Beglar
- "The Struggle for Empire" under the series  " History & Culture of the Indians "  edited by Dr. Ramesh Chandra Majumdar
- "Bankura Jelar Purakriti" by Amiya Kumar Bandyopadhyay
 
Built in the Odisha style, the Rekha Deul temple features a Panch-ratha pattern on its exterior walls. Although the temple's spire has collapsed, the sanctum sanctorum still houses the revered Siddheshwar Shivalinga, positioned below the entrance level.
 
The temple's origins are debated, with some speculating it may have been a Jain temple before becoming a Shiva temple. Despite the lack of inscriptions, experts attribute its construction to the 11th century AD.
 
 
 
 
 
 

 

 

Related Articles

মসৃণ বক্ররেখ যুক্ত (ওড়িয়া)

Sonatapal

বাঁকুড়া থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে সোনাতপল গ্রামে বাঁকুড়া জেলার অন্যতম পুরা কীর্তি  ইটের তৈরি এক বিশাল দেউল অবস্থান করছে। এতে ব্যবহার করা হয়েছে ১২ ইঞ্চি বাই সাড়ে ৮ ইঞ্চি বাপের ইট। অত্যন্ত পুরু দেওয়াল সম্বলিত এই স্থাপত্যটির উচ্চতা প্রায় ৫০ ফুট। আনুমান খ্রিস্টীয় ১১ শতকে এই স্থাপত্যটি নির্মিত হয়েছিল। কিরে কোন বিগ্রহ নেই। জনশ্রুতি […]

Read More