
বাঁকুড়া জেলার ওঁদা থানার মধ্যে অবস্থিত বহুলাড়া গ্রামের সিদ্ধেশ্বর মন্দিরটি প্রাচীন বাংলার এক ঐতিহ্য বহন করে চলেছে। পশ্চিমমুখী সিদ্ধেশ্বর শিবের মন্দিরটি ভারতবর্ষের মন্দির স্থাপত্যের এক উজ্জ্বল উদাহরণ। ১৮৭২-৭৩ খ্রিস্টাব্দে মিস্টার বেগলার বাংলা সফরের যে বিবরণ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্টে আটখন্ডে প্রকাশিত হয়েছে তার মধ্যে এই মন্দিরটির বিশদ বিবরণ আছে। এছাড়াও ডঃ রমেশ চন্দ্র মজুমদার সম্পাদিত হিস্ট্রি এন্ড কালচার অফ দি ইন্ডিয়ান সিরিজের দিস্ট্রাগল ফর এম্পায়ার গ্রন্থে এই মন্দিরটি নিয়ে একটি বিশেষ নিবন্ধ আছে। বর্তমানকালে অমিয় কুমার বন্দোপাধ্যায় প্রণীত বাঁকুড়া জেলার পুরা কীর্তি গ্রন্থে এর বিবরণ লিপিবদ্ধ আছে।
এই রেখ দেউলটি ওড়িশা শৈলীতে নির্মিত , এর বাইরের দেয়ালটি পঞ্চরথ পদ্ধতিতে বিন্যস্ত। মন্দিরের চূড়াটি ভেঙে গেছে।
গর্ভ গৃহে প্রবেশদ্বার থেকে বেশ কিছুটা নিচে মাঝখানে সিদ্ধেশ্বর শিবলিঙ্গটি অবস্থিত।
বর্তমান মন্দিরটি প্রথমে শিব মন্দির ছিল না জৈন মন্দির ছিল এ বিষয়ে তর্কের অবকাশ আছে।
ইট নির্মিত রেখ দেউলটিতে কোন প্রতিষ্ঠা লিপি পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা এই মন্দিরটির নির্মাণকাল একাদশ খ্রিষ্টাব্দ হিসাবে চিহ্নিত করেছেন।
|