
পশ্চিমবঙ্গে অবস্থিত ছটি ২৫ চূড়া মন্দিরের মধ্যে তিনটি বর্ধমান জেলার কালনায় অবস্থিত। রাজবাড়ীর মন্দির প্রাঙ্গণের বাইরে এরকম একটি মন্দির হল। গোপাল জিউর পূর্বমুখী মন্দিরটি , ১৭৬৬ খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। শুরুতে মন্দিরের টেরাকোটার কাজগুলি যে অপূর্ব অবস্থায় ছিল বর্তমানে তা অনেকাংশে নষ্ট হয়ে গেছে। মহারাজা তিলক চাঁদের আমলে তৈরি হওয়া অপূর্ব টেরাকোটা কাজ সম্বলিত চূড়ামন্দির গুলির মধ্যে এই মন্দিরটির অন্যতম।
ত্রিতল ছাদের প্রথম তলে চারপাশে তিনটি করে মোট ১২ টি দ্বিতীয় তলে দুটি করে মোট ৮ টি এবং তৃতীয় তলে চার কোনায় একটি করে মোট ৪ টি এবং একটি কেন্দ্রীয় চূড়াসহ মোট ২৫ টি চূড়ার সংযুক্তি ঘটেছে। জমি থেকে মন্দিরটি চার ফুট উঁচু সামনের দিকে বাংলার চার চালা রীতির ছাদ সম্বলিত বারান্দা রয়েছে।
এখানে মূল বিগ্রহ কৃষ্ণের নাড়ুগোপাল মূর্তি যাকে জগমোহন বলা হয়। এই মূর্তির দুপাশে একটি সবুজ বর্ণের রাধাকৃষ্ণ এবং অপরটি কৃষ্ণ বর্ণের রাধাকৃষ্ণ অবস্থান করছেন।
মহারাজা তিলক চাঁদের আত্মীয় কৃষ্ণচন্দ্র বর্মন তিনি জমিদারির একজন উচ্চপদস্থ ব্যক্তি ছিলেন, এই মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরে প্রতিষ্ঠা লিপিটি নিম্নরূপ -
শুভম শকাব্দ ১৬৬৮
শকাব্দে শবজাংঘিরাত্রিপকলা কোটির মুর্তঙ্গভু
সংখ্যে বাহুজবংশভূর্বি মলধীঃ শ্রীকৃষ্ণচন্দ্রর সুধীঃ ।
প্রাসাদং প্রদদৌ ধিয়া পবময়া ভক্ত্যা পরব্রহ্মনে
গোপালায় সমান্তবাঙয় পথাতীতায়ে বিশ্বাতুনে ।।
The Gopal Jiu Temple, located in Kalna, Bardhaman district, West Bengal, is one of the three notable 25-spired temples in the region. Built in 1766 AD, this east-facing temple showcases exquisite terracotta work, although much of it has deteriorated over time. Constructed during the reign of Maharaja Tilak Chand, the temple's architecture is characterized by:
- A 4-foot-high platform
- A Bengali-style four-roofed (Char-Chala) porch
- 25 spires: 12 on the first floor (3 on each corner), 8 on the second floor (2 on each corner), 4 on the third floor (1 on each corner), and 1 central spire
The temple houses the deity Nadugopal (Krishna), accompanied by two Radha-Krishna idols
. Krishnachandra Barman, a high-ranking official and relative of Maharaja Tilak Chand, built the temple. The inscription reads "Shubham Shaka 1668…"