
কালনা মন্দির প্রাঙ্গণের পূর্ব দিকে এই সুউচ্চ ২৫ রত্ন মন্দিরটি অবস্থিত। মহারাজা তিলক চন্দ্র (1744 - 1770 AD ) এর মা লক্ষ্মী কুমারী দেবী, লালজি মন্দিরের মতো আরেকটি মন্দির প্রতিষ্ঠা করেন।
মন্দিরের প্রতিষ্ঠালিপিতে লেখা আছে --
শ্রী হরিচরণ সরোজ গুণ মুনি
ষোড়শ সংখ্যক শকে অব্দে মন্দিরমঅর্পিতমেতদ্রাজা শ্রী
ত্রিলোক চন্দ্র মাত্রা ।। ১৬৭৩
সন ১১৫৯
অঙ্কশ্য বামাগতি সূত্রে মন্দিরটি নির্মাণ হয়েছে
গুণ = ৩ , মুনি =৭ , ষোড়োশ সংখ্যক =১৬
অর্থাৎ ১৬৭৩ শকাব্দে (১৭৫১-৫২ খ্রিস্টাব্দে)
সু উচ্চ মন্দিরটি তিনটি তলে নির্মিত । প্রথম তলের ছাদে চারটি কোনায় তিনটি করে মোট ১২ টি , দ্বিতীয় তলের ছাদে চারটি কোনায় দুটি করে মোট ৮ টি , তৃতীয় তলের চারটি কোনায় একটি করে মোট ৪ টি এবং একটি কেন্দ্রীয় চুড়া সহ ২৫ টি চূড়া সম্বলিত মন্দিরটি নির্মিত।
মন্দিরের সামনে একটি একচালা নাট মন্দির আছে। মন্দির প্রাঙ্গণে গড়ুর স্তম্ভ আছে। মন্দিরের গর্ভগৃহে শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধার কাঠের তৈরি বিগ্রহ আছে একই সঙ্গে কৃষ্ণের চার সখীও এখানে অবস্থান করছেন।
পুরাতত্ত্ববিদদের মতে এই রত্নশৈলীটি কাঠের রথ নির্মাণের সাথে সম্পর্কিত ছিল। এই ঘরানাতে মন্দিরটি তৈরি হয়েছে।