
রাজবাড়ীর মন্দির চত্বরে ঢুকে সোজা এগিয়ে গেলে লালজী মন্দির অবস্থিত। সারা বাংলায় যে ছটি পঁচিশরত্ন মন্দির প্রতিষ্ঠিত আছে। তার মধ্যে লালজী মন্দির তার বিস্তৃতিতে এবং রত্ন পরিকল্পনায় সর্বশ্রেষ্ঠ রূপ ধারণ করেছে। চূড়া বা রত্নবিন্যাসের প্রথম স্তরে তিনটি করে চার কোনায় মোট ১২ টি দ্বিতীয় স্তরে প্রতি কোনায় দুটি করে মোট ৮ টি তৃতীয় স্তরে প্রতি কোনায় একটি করে মোট ৪ টি এবং একটি শীর্ষ চূড়াসহ এই ২৫ রত্ন মন্দির ৬৫ ফুট উচ্চতা নিয়ে এক অপরূপ স্থাপত্যশৈলী বহন করে চলেছে। মন্দিরের চারদিকে প্রদক্ষিণ বারান্দা আছে । মূল মন্দিরের সামনে জগমোহন নাট মন্দির এবং নাট মন্দিরের এক প্রান্তে একটি গরুড় স্তম্ভ রয়েছে। নাট মন্দিরের বাইরে গিরি গোবর্ধন স্থাপত্যটি অবস্থিত।
কালনায় অবস্থিত মন্দির গুলির মধ্যে এই মন্দিরটি সর্বপ্রথম নির্মিত হয়।
মন্দির প্রাঙ্গণে ঢুকলে প্রথমেই বাঁদিকে পড়বে গিরি গোবর্ধন ঠিক তার সামনেই গরুড় স্তম্ভ সহ জগমোহন টি এবং তারপরেই লাগোয়া মূল মন্দিরটি অবস্থিত।
লালজী এবং শ্রীরাধা যুগল মূর্তিতে এখানে অবস্থান করছেন। রাজমাতা ব্রজ কিশোরী দেবীর পূজ্য ছিলেন 'রাই ' । এক সন্ন্যাসীর ইষ্ট দেবতা ছিলেন শ্রীকৃষ্ণ বেশি লালাজী। এই লালাজীকে রাজমাতার খুব পছন্দ হয় এবং তিনি তাঁর রাই এর সাথে বিবাহ দিয়ে লালজী কে ঘরজামাই করে মন্দিরে প্রতিষ্ঠা করে ফেলেন।
মন্দিরের গায়ে প্রতিষ্ঠা লিপি আছে এখান থেকে জানা যায় রাজমাতা ব্রজ কিশোরী দেবী ১৬৬১ শকাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন।
The Lalji Temple is located at the end of the Rajbari temple complex. Among the six 25-ratna temples established across Bengal, the Lalji Temple stands out for its grandeur and ratna design. The temple's architecture features 25 ratnas, with 12 in the first tier, 8 in the second tier, 4 in the third tier, and 1 at the top, reaching a height of 65 feet. The temple has a circumambulatory path around it, and in front of the main temple, there is a Jagamohan i,e, Natmandir, with a Garuda pillar at one end of the Natmandir. Outside the Natmandir, there is a Giri Gobardhan structure.
This temple is the oldest among the temples in Kalna. Upon entering the temple complex, one can see the Giri Gobardhan structure on the left, followed by the Jagamohan with the Garuda pillar, and then the main temple.
The temple houses the deities of Lalji and Radha. According to legend, Queen Brajakishori Devi was a devotee of Radha, while a saint revered Lalji (Krishna). The queen was so enamored with Lalji that she arranged for him to be married to her beloved Radha, effectively making him the lord of the temple.
The temple has an inscription on its wall, which states that it was established by Queen Brajakishori Devi in 1661 Shaka era