
হুগলি জেলার দাদপুর থানার অন্তর্গত সিনেট গ্রামে একটি জোড় বাংলা ধরনের মন্দির আছে। বিশালাক্ষী দেবীর মন্দিরটি এলাকায় খুবই প্রসিদ্ধ। ১৮২২ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত মন্দিরটি তে প্রচুর টেরাকোটা ফলকের অস্তিত্ব ছিল। বর্তমানে ২০১৯ সালে সংস্কারের ফলে তাঁর কোন চিহ্ন মাত্র নেই। কেবলমাত্র প্রাচীন জোড় বাংলা মন্দিরের অবয়বটি রয়েছে এবং বিগ্রহ রয়েছে। আশ্বিন মাসে এখানে বিরাট উৎসব হয় এবং মেলা বসে।
There is a Jorbangla Bengali-style temples in Senate village under Dadpur police station in Hooghly district. The temple of Vishalakshi Devi is very famous in the area. The temple, which was established in 1822 AD had a large number of terracotta plaques. At present ( in the year 2019 ) due to renovation, there is no trace of it. Only the remains of the ancient Jor Bangla temple and the idols remain. A big festival and fair are held here in the month of Ashwin.