image

শ্যামচাঁদ মন্দির Shyamchand Temple

নদীয়া জেলার শান্তিপুরে শ্যামচাঁদ পাড়ায় অবস্থিত আটচালা মন্দিরটি  স্থাপত্যের এক অপরূপ নিদর্শন। লিপি অনুসারে ১৬৪৮ শক অর্থাৎ ১৭২৬ খ্রিস্টাব্দে মন্দিরটি  তৈরি হয়েছিল। মন্দিরটির প্রতিষ্ঠাতা ছিলেন স্থানীয় রামগোপাল খাঁ চৌধুরী। কথিত আছে, মন্দির নির্মাণে দু লক্ষ টাকা খরচ হয়েছিল।
মন্দিরের বিগ্রহ কৃষ্ণমূর্তি কষ্টিপাথরের তৈরি। প্রথম অবস্থায় রাধার মূর্তিতে ছিল সোনার। মন্দিরের সামনে খুব বড় একটি নাটমন্দির আছে।
খিলানের নিচে পাথরের প্রতিষ্ঠা লিপিটি এই রকম ।

"শ্রীমত শ্যামচন্দ্রস্য মন্দিরং পূর্ণতাম ।
বসুবেদর্তু শুভ্রাংশুসংখ্যায়া গণিতে ছকে ১৬৪৮ ।।"

অঙ্কশ্য ও বামাগতি হিসাবে নির্নেয় সালটি এরকম
বসু ৮ , বেদ ৪, ঋতু ৬ এবং শুভ্রাংশু ১ অর্থাৎ ১৬৪৮।

মন্দিরটিতে পাঁচটি খিলান আছে। মধ্যের তিনটি খিলান দিয়ে অলিন্দে প্রবেশ করা যায়। দুপাশের খিলান দুটিতে টানা দেওয়াল গাঁথা আছে।

মন্দিরটিতে টেরাকোটা অলংকরণ খুবই সামান্য । খিলান গুলির শীর্ষ গুলিতে শিব মন্দিরের সারি এবং অন্যান্য জায়গায় কিছু পোড়ামাটির পদ্ম উৎকীর্ণ আছে। প্রায় ৭০ ফুট উঁচু আটচালা মন্দিরটি পশ্চিমবঙ্গে অবস্থিত আটচালা মন্দির গুলির মধ্যে বিরল। বিভিন্ন সময়ে সংস্কারের ফলে মন্দিরটি নবরূপ ধারণ করেছে।

The Atchala Temple, located in Shyamchand Para, Shantipur, Nadia district, is a magnificent example of architecture. According to the inscription, the temple was built in 1648 Saka, i.e. 1726 AD. The temple was founded by a local man named Ramgopal Khan Chowdhury. It is said that the temple was built at a cost of two lakh rupees.
The idol of Krishna in the temple is made of kasti stone. In the original state, the idol of Radha was made of gold. There is a very large ' Natmondir' in front of the temple.
The inscription on the stone under the arch is as follows-

Śrīmata śyāmacandrasya mandiraṁ pūrṇatāma.
Basubēdartu śubhrānśusaṅkhyāẏā gaṇitē chakē 1648.."

The year calculated according to numbers from right to left is as follows: Vasu 8, Veda 4, Ritu 6 and Shuvrangshu 1 i.e. 1648.
The temple has five arches. The atrium can be entered through the three middle arches. The two side arches have retaining walls.

The temple has very little terracotta decoration. The tops of the arches have rows of Shiva temples and some terracotta lotuses carved in other places. The Atchala temple, which is about 70 feet high, is rare among the Atchala temples in West Bengal. The temple has been renovated at various times and has taken on a new look. 

Related Articles

আটচালা Aath Chala

দক্ষিনা কালী মন্দির Dakshina Kali Temple

পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর থানার অন্তর্গত মালঞ্চ গ্রামে একটি কালীমন্দির আছে। দক্ষিণ দিকে মুখ করা আটচালা এই মন্দিরটির বিগ্রহ দক্ষিণাকালী। মন্দিরের প্রতিষ্ঠা লিপি থেকে দেখা যায় এটি ১৬৩৪ শকাব্দ অর্থাৎ ১৭১২ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। ৺গোবিন্দরাম রায় এবং তার পরিবার এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দিরটিতে সংস্কার হয়েছে এবং বেশ কিছু টেরাকোটা মূর্তি এখনো দেখতে পাওয়া যায়। […]

Read More
আটচালা Aath Chala

Jhikira Sitanath Temle

হাওড়া জেলার আমতা থানার অধীনে ঝিখিরা গ্রামে কাঁড়ার পাড়ায় একটি ঐতিহ্যশালী আটচালা মন্দির আছে। দক্ষিণমুখী এই মন্দিরের বিগ্রহ হিসাবে সীতানাথ (শালগ্রাম ) পূজিত হন। মন্দিরটি তে প্রতিষ্ঠাতা মিস্ত্রির নাম উল্লেখ না থাকলেও পারিপার্শ্বিক প্রমাণাদির মধ্যে দিয়ে মনে হয় ঝিখিরার অপর একটি মন্দির দামোদরজীউ মন্দিরের প্রতিষ্ঠাতা শিল্পী শুকদেব মিস্ত্রি এটি তৈরি করেছিলেন। প্রতিষ্ঠা লিপি দেখে বোঝা […]

Read More
আটচালা Aath Chala গুচ্ছ মন্দির Cluster of Temples

দুটি আট চালা শিব মন্দির Two Aat Chalala Shib Temple

নানুর থানার অধিনে বালিগুনি গ্রামে দুটি আটচালা শিব মন্দির আছে। দক্ষিণমুখী এই মন্দির দুটি তে আগে প্রচুর টেরাকেটা অলংকৃত ফলক ছিল। রাম রাবনের যুদ্ধ , বাহন গড়ুরের পিঠে চড়ে বিষ্ণুর যুদ্ধ দৃশ্য ইত্যাদি। বর্তমানে সংস্কারের ফলে সবকিছুর অবলুপ্তি ঘটেছে।১৪০৪ বঙ্গাব্দের মাঘ মাসে সর্ব শেষ  সংস্কার হয়। নতুন রঙ করার ফলে টেরাকেটা সমৃদ্ধ মন্দিরটি তার গরিমা […]

Read More