
বাঁকুড়া জেলার পাত্রসায়র থানায় দামোদরের শাখা নদী ভোদাইয়ের ধারে হদল এবং নারায়ণপুর পাশাপাশি দুটি গ্রাম থাকলেও তাদের একসাথেই উচ্চারণ করে ডাকা হয় হদল - নারায়ণপুর । কাছাকাছি রেলস্টেশন বলতে পাঁচ কিলোমিটার দূরে ধগড়িয়া।
আগের জমিদারি আমলের মন্ডল উপাধিধারি পরিবারের তিন তরফ বড় তরফ, মেজ তরফ এবং ছোট তরফ এদের প্রতিষ্ঠিত কিছু টেরাকোটা মন্দির, রাস মঞ্চ এই গ্রামের তথা জেলার অন্যতম ঐতিহ্য। এই পরিবারে এক পূর্বপুরুষ মুচিরাম ঘোষ মল্লরাজ গোপাল সিংহের আমলে এই অঞ্চলের প্রশাসক নিযুক্ত হন এবং মন্ডল উপাধি লাভ করেন।
গ্রামের উত্তর দিকে বড় তরফের বিশাল প্রাসাদোপম বাড়ি। এই বাড়ির প্রাঙ্গণে সতেরোচূড়া বিশিষ্ট রাসমঞ্চ টি এই অঞ্চলের এক বিশিষ্ট স্থাপত্য।
স্থাপত্যটি দোতলা। প্রথম তলের আটটি কোনায় মোট আটটি দ্বিতীয় তলের আটটি কোনায় আবার আটটি এবং একটি কেন্দ্রীয় চূড়াসহ মোট ১৭ চূড়া বিশিষ্ট অষ্টকোনা আকৃতি এই রাসমঞ্চ।
রাস অনুষ্ঠানের সময় সেই তিথিতে গ্রামের সমস্ত শালগ্রাম শিলাকে এই মঞ্চে নিয়ে আসা গ্রামের দীর্ঘদিনের এক প্রথা।
এই প্রাঙ্গণে একটি রথ সেটিও পুরাকৃতি হিসেবে গণ্য হয় ১২৬১ বঙ্গাব্দে অর্থাৎ ১৮৫৪ খ্রিস্টাব্দে এই পরিবারের পূর্বপুরুষ শিব নারায়ন মন্ডল এটি প্রতিষ্ঠা করেছিলেন.
Although Hadal and Narayanpur are two villages located side by side on the banks of the Bhodai, a tributary of the Damodar, in Patrasayar police station of Bankura district, they are pronounced together as Hadal - Narayanpur. The nearest railway station is Dhagaria, five kilometers away.
The three branches of the family holding the Mandal title from the previous zamindari period, the baro (elder brother ) taraf, the mejo taraf ( middle brother), and the choto taraf ( younger brother ) established some terracotta temples and the Ras Mancha are one of the traditions of this village.An ancestor of this family, Muchiram Ghosh, was appointed as the administrator of this region during the reign of Mallaraja Gopal Singh and received the title of Mandal.
A large palatial house on the north side of the village was established by the family of elder brother.
The seventeen-spired Rasmancha in the courtyard of this house is a prominent architecture of this region.
The architecture is two-storeyed. This Rasmancha is octagonal in shape with a total of 17 peaks, including eight at the eight corners of the first floor, eight at the eight corners of the second floor, and a central peak.
It is a long-standing tradition of the village to bring all the village stones to this stage on that date during the Ras ceremony.
A chariot in this courtyard is also considered an ancient artefact. It was founded in the year 1261 Bengali i.e. 1854 AD, by the ancestor of this family, Shiv Narayan Mondal .