
বাংলার সবচাইতে পুরনো রাসমঞ্চটি বিষ্ণুপুরে অবস্থিত। সপ্তদশ শতাব্দীর প্রারম্ভে মল্ল রাজা বীর হাম্বির এটির প্রতিষ্ঠা করেন। বৃহৎ আকার চৌকো এই স্থাপত্যটি চারপাশে উঁচু ভিত্তিভূমির উপরে প্রতিষ্ঠিত।স্থাপত্যটির চারদিকে অনেকগুলি খিলানযুক্ত প্রবেশপথ রয়েছে।একেবারে বাইরের দিকের সারিতে দশটি প্রবেশপথ ভেতরের দিকের সারিতে আটটি এবং গর্ভ গৃহের বাইরে পাঁচটি প্রবেশপথ স্থাপত্যটি অলংকৃত করেছে।স্থাপত্যটির ওপরের দিকটা পিরামিড আকৃতি মাঝখানের অংশটা বাংলা চালা মন্দিরের মতন করে নির্মিত। খিলান গুলি মুসলিম স্থাপত্যের কথা মনে করিয়ে দেয়। খিলানের উপরিস্থিত চালাগুলি থেকে শীর্ষ পর্যন্ত পিরামিডের আকারে ধাপে ধাপে সিঁড়ির মত উঠে গেছে। একেবারে শীর্ষটি গোল গম্বুজ আকৃতি।
সপ্তদশ শতাব্দীর প্রথম ভাগ থেকে ১৯৩২ সাল পর্যন্ত এখানে রাস উৎসব হয়েছে। রাস উৎসবের সময় বিষ্ণুপুরের সমস্ত রাধা কৃষ্ণ বিগ্রহ এই রাসমঞ্চে নিয়ে আসা হতো এবং সর্বসাধারণের কাছে তা উন্মুক্ত থাকতো।
The oldest Rashmancha in Bengal is located at Bishnupur. It was founded by the Malla king Bir Hambir in the early 17th century. This large square structure is built on a raised foundation. The structure has many arched entrances on all sides.Ten entrances in the outermost row, eight in the inner row, and five entrances outside the sanctum sanctorum adorn the architecture.The top of the structure is pyramidal in shape, while the middle part is built like a Bengali Chala temple. The arches are reminiscent of Muslim architecture.The roofs above the arches rise like steps in a pyramidal shape to the top. The very top is a round dome. This is an exceptional stage.
The Ras festival was held here from the early 17th century until 1932. During the Ras festival, all the Radha and Krishna idols of Bishnupur were brought to this Rasmancha and it was open to the public.
This architecture is very exceptional in nature.