
বাঁকুড়া জেলার পাত্রসায়র থানায় দামোদরের শাখা নদী ভোদাইয়ের ধারে হদল এবং নারায়ণপুর পাশাপাশি দুটি গ্রাম থাকলেও তাদের একসাথেই উচ্চারণ করে ডাকা হয় হদল - নারায়ণপুর । কাছাকাছি রেলস্টেশন বলতে পাঁচ কিলোমিটার দূরে ধগড়িয়া।
আগের জমিদারি আমলের মন্ডল উপাধিধারি পরিবারের তিন তরফ বড় তরফ, মেজ তরফ এবং ছোট তরফ এদের প্রতিষ্ঠিত কিছু টেরাকোটা মন্দির, রাস মঞ্চ এই গ্রামের তথা জেলার অন্যতম ঐতিহ্য। এই পরিবারে এক পূর্বপুরুষ মুচিরাম ঘোষ মল্লরাজ গোপাল সিংহের আমলে এই অঞ্চলের প্রশাসক নিযুক্ত হন এবং মন্ডল উপাধি লাভ করেন।
গ্রামের পথ ধরে একটু উত্তর দিকে গেলে মেজ তরফের নবরত্ন মন্দিরটি রয়েছে। পূর্বমুখী এই মন্দিরের বিগ্রহ হলেন রাধা দামোদর (শালগ্রাম।)
দুটি ধাপে চারটি চারটি করে চূড়া এবং একটি কেন্দ্রীয় চূড়া নিয়ে নবরত্ন মন্দির টি গঠিত। বারান্দার উপরে ত্রিখিলান ঘরানার মন্দিরটি তে অনেক উৎকৃষ্ট টেরাকোটা কাজের ফলক আছে।
দুটি ফলক বিশেষ করে উল্লেখযোগ্য প্রথমটি ষড়ভুজ গৌরাঙ্গ। চৈতন্যমঙ্গল কাব্যে এইরকম কাঠামোর একটা সুন্দর বর্ণনা পাওয়া যায় যেখানে রাম কৃষ্ণ এবং গৌরাঙ্গের রূপ একই মূর্তিতে মুর্ত হয়েছে।
পদটি এরকম
হেনই সময়ে প্রভু ষড়ভুজ শরীর ।
দেখি সার্বভৌম হলো আনন্দে অস্থির ।।
ঊর্ধ্বে দুই হাতে ধরে ধনু আর শর ।
মধ্য দুই হাতে ধরে মুরলি অধর ।।
নিম্ন দুই হাতে ধরে দন্ড কমন্ডল ।
দেখি সার্বভৌম হইল আনন্দে বিহ্বল ।।
আরেকটি ফলকে রাম রাবণের যুদ্ধের মাঝে দশভুজা দুর্গা অবতীর্ণা। ফলকের মধ্যে রামের অংশটি খসে পড়ে গেছে বাকি অংশটি বর্তমান।
সমস্ত ফলক গুলি ভাস্কর্যের দিক থেকে প্রথম শ্রেণীর এবং বাঁকুড়া জেলায় অবশ্যই একটি উল্লেখযোগ্য স্থাপত্য।
Although Hadal and Narayanpur are two villages located side by side on the banks of the Bhodai, a tributary of the Damodar, in Patrasayar police station of Bankura district, they are pronounced together as Hadal - Narayanpur. The nearest railway station is Dhagaria, five kilometers away.
The three branches of the family holding the Mandal title from the previous zamindari period, the baro (elder brother ) taraf, the mejo taraf ( middle brother), and the choto taraf ( younger brother ) established some terracotta temples and the Ras Mancha are one of the traditions of this village.An ancestor of this family, Muchiram Ghosh, was appointed as the administrator of this region during the reign of Mallaraja Gopal Singh and received the title of Mandal.
If you go a little north along the village road, you will find the Navaratna Temple of mejo taraf ( middle brother). The deity of this east-facing temple is Radha Damodar (Shalgram).
The Navaratna Temple is made up of two steps with four spires and a central spire.
The temple in the Trikilan style has many exquisite terracotta panels above the veranda.
Two panels are particularly noteworthy, the first being the hexagonal Gauranga. A beautiful description of such a figure is found in the Chaitanyamangala Kavya, where the forms of Rama, Krishna and Gauranga are embodied in the same image.
The verse is like this:
At that time, the Lord had a hexagonal body.
Seeing this the sovereign become restless with joy.
Holding the bow and arrow in both hands above.
Holding the murli with lip in the middle.
Holding the stick and the kamandal in the lower.
Seeing this the sovereign become distraught with joy.
Another panel shows the ten-armed Durga in the midst of the battle between Rama and Ravana. The part of Rama in the panel has fallen off, the rest is present.
All the panels are first class in terms of sculpture and are certainly a significant architecture in Bankura district.