image

রাধাকান্তজিউ মন্দির মল্লিকচক শিববাজার Radhakanta Jiu Temple Mallik Chalk Shibbazar

মেদিনীপুর শহরে মল্লিক চক অঞ্চলে মল্লিক পরিবারের প্রতিষ্ঠিত রাধাকান্ত জিউ মন্দিরটি অনবদ্য। নবরত্ন মন্দির টি পূর্বমুখী এর পাশেই আরেকটি নবরত্ন মন্দির আছে সেখানে দুর্গা পূজিত হন। এই পরিবারের ইতিহাস থেকে জানা যায় তাদের পূর্বপুরুষ জন্মেঞ্জয় মল্লিক এই নবরত্ন রাধাকান্ত মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর ঠাকুরদা ছিলেন ভিখারি রক্ষিত তিনি ব্যবসা উপলক্ষে উড়িষ্যা থেকে মেদিনীপুরে চলে আসেন এবং পরবর্তীতে জন্মেঞ্জয়ের হাতেই ব্যবসা বৃদ্ধি পায় এবং জমিদারি প্রতিষ্ঠিত হয়। জন্মেজয় , মল্লিক খেতাব লাভ করেন এবং তারা রক্ষিত পদবী থেকে মল্লিক পদবী ব্যবহার করতে শুরু করেন। পাশে আরেকটি নবরত্ন মন্দির দুর্গা পূজার জন্য তৈরি করেন তার জ্যেষ্ঠ পুত্র যজ্ঞেশ্বর।
দুটি মন্দির পাশাপাশি থাকলেও রাধাকান্ত জিউ মন্দিরে টেরাকোটার কাজ অনেক বেশি।
মন্দিরটি তে কোন প্রতিষ্ঠা লিপি নেই তবে মন্দির গবেষক তারাপদ সাঁতরা মহাশয়। উল্লেখ করেছিলেন যে সম্ভবত এটি ১৯ শতকের মাঝামাঝি সময় নির্মিত হয়েছিল।
বিগ্রহের কৃষ্ণমূর্তি টি কষ্টিপাথরের এবং রাধারানীর মূর্তিটি অষ্টধাতু নির্মিত।

The Radhakanta Jiu Temple, established by the Mallick family in the Mallick Chowk area of Medinapur city, is unique. The Navaratna temple faces east and there is another Navaratna temple next to it where Durga is worshipped.The history of this family tells us that their ancestor Janmenjoy Mallick founded this Nine pinackled Radhakanta temple. His grandfather Bhikari  Rakshith, who migrated from Orissa to Medinipur for business purposes and later, business grew under Janmanjoy and the zamindari was established. Janmanjoy received the title of Mallik and they started using the title of Mallik from the title Rakshit. Another Nine pinackled temple was built nearby for Durga Puja by his eldest son Yajneshwar.
Although the two temples are located side by side, the Radhakanta Jiu temple has more terracotta work.
The temple has no foundation inscription, but temple researcher Tarapada Santra Mahasaya has noted that it was probably built in the mid-19th century.
The idol of Lord Krishna is made of kastipathar and the idol of Radharani is made of ashtdhatu.

Related Articles

নবরত্ন Nava Ratna

নামো পাড়া শিব মন্দির Namo para Shib Temple

বীরভূম জেলার অন্যতম বর্ধিষ্ণুগ্রাম দুবরাজপুরে যে মন্দির সংস্কৃতির প্রচলন হয়েছিল তার মধ্যে নমোপাড়ায় নায়েক পরিবাররা যেখানে বসবাস করেন , সেখানে তিনটি মন্দিরের একটি গুচ্ছ রয়েছে। এক পাশে একটি চার চালা মন্দির এবং অন্যপাশে পঞ্চরথ ঘরানার একটি শিখর মন্দিরের মাঝে নবরত্ন মন্দিরটি অবস্থান করছে। জীর্ণ এই মন্দিরটি তে যে সুন্দর অলংকরণ ছিল তা বর্তমান অবস্থা থেকেও […]

Read More
নবরত্ন Nava Ratna

জয়পুর রাধা দামোদর জীউ মন্দির দে পাড়া Jaipur Rdha Damodar Jiu Temple De Para

বাঁকুড়া জেলার জয়পুর থানার অন্তর্গত একটি গ্রাম জয়পুর। এখানে হাট তলার কাছে দে পাড়ায় একটি নবরত্ন মন্দির আছে। রাধা দামোদর জিউ এখানকার উপাস্য দেবতা। উঁচু ভিত্তি ভূমির ওপরে ত্রিখিলানযুক্ত মন্দিরটি অবস্থিত । বাঁকানো কার্নিশ যুক্ত নবরত্ন মন্দির টি অপূর্ব কারুকার্য শোভিত । দে পরিবারের তত্ত্বাবধান মন্দিরটি সংরক্ষিত। মন্দিরে উৎকীর্ণ ফলকলিপি থেকে দেখা যাচ্ছে যে মন্দিরটি […]

Read More
নবরত্ন Nava Ratna

জয়দেব কেন্দুলী রাধাবিনোদ মন্দির Jaydev Kenduli Radha Binod Temple

বীরভূম জেলা বোলপুর মহকুমা অন্তর্গত একটি গ্রাম কেঁদুলী। গীতগোবিন্দ রচয়িতা কবি জয়দেবের জন্মস্থান  হিসাবে এই গ্রামটি চিহ্নিত হয়েছে। অজয় নদীর কাছে শ্রীরাধাবিনোদ নব রত্ন মন্দিরটি এখানে অবস্থিত। বর্তমান মন্দিরটি বর্ধমানের মহারানী নৈরানী দেবী ১৬৮৩ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন, অনেকের মতে মন্দিরটির ১৬৯২ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল।মন্দিরের নবরত্ন চূড়াগুলি পীড়া ঘরানার বলে অনুমান করি। মন্দিরের সম্মুখীন প্রচুর টেরাকোটা […]

Read More