image

বৃন্দাবন জিউ মন্দির Brindaban Jiu Temple

পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানায় সাউরি জনপদ থেকে এক কিলোমিটার দূরে দামোদরপুর গ্রাম। এই গ্রামে বৃন্দাবনজীউ মন্দিরটি উল্লেখযোগ্য। স্থানীয়  চৌধুরী দাস মহাপাত্র পরিবার এই মন্দিরটির প্রতিষ্ঠাতা।

প্রায় ৫ ফুট উঁচু ভিত্তির উপর ইটের শিখর দেউল টি অবস্থিত। দেউলটির সামনে একটি চারচালা জগমোহন রয়েছে। পূর্ব মুখী মন্দিরের ঠিক সামনে বিষ্ণুর বাহন গড়ুর মূর্তি স্থাপিত।
জগমোহনের খিলান শীর্ষে , ভিত্তিবেদীর চারদিকের কুলুঙ্গিতে বেশ কিছু টেরাকোটার কাজ আছে। অধিকাংশই পৌরাণিক দেবদেবীর মূর্তি। মন্দিরে কোন প্রতিষ্ঠালিপি নেই।
বিশেষজ্ঞরা অনুমান করেছেন খ্রিস্টীয় আঠারো শতকের মধ্যভাগে মন্দিরটি নির্মিত হয়েছিল।

Damodarpur village is one kilometer away from Sauri township in Dantan police station of West Midnapore district. The Vrindavanjeew temple is notable in this village. The local Chowdhury Das Mohapatra family is the founder of this temple.
The brick spire of the temple is situated on a base about 5 feet high. In front of the temple is a four-chala Jagmohan. Just in front of the east-facing temple is the idol of Vishnu's vehicle Garuda.
On the arched top of the Jagmohan, there are several terracotta works also in the niches around the base altar.
Most of them are idols of mythological gods and goddesses. There is no foundation inscription in the temple.
Experts estimate that the temple was built in the middle of the 18th century AD.