
বীরভূমে নানুর থানার মধ্যে চন্ডীদাসের জন্ম ভিটা। আমরা ইতিহাসে অনেক চন্ডীদাসের সন্ধান পাই । পন্ডিতেরা একমত হয়েছেন যে শ্রীকৃষ্ণকীর্তন রচয়িতা বড়ু চন্ডীদাস বাঁকুড়া জেলাতেই জন্মগ্রহণ করেছিলেন। আবার দ্বিজ চন্ডীদাস এককালে নানুরে বসবাস করেছিলেন এ বিষয়ে পণ্ডিতরা একমত হয়েছেন। এই চন্ডীদাসের ভিটা নিয়ে এবং কোন চন্ডীদাস এখানে বসবাস করতেন তা নিয়ে প্রচুর লোক কথা এবং বিতর্ক আছে। চন্ডীদাসের ভিটা ( ঢিবি ) তে অবস্থিত মন্দিরাজি বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে।
নানুরে ঢিবির ওপর মূল বাসুলি মন্দির সহ ১৪ টি শিব মন্দির রয়েছে। বাসুলিমন্দিরটি সমতল ছাদ বিশিষ্ট অন্য মন্দির গুলির বেশিরভাগই সাধারণ চার চালা এবং দুটি টেরাকোটা অলংকৃত আটচালা শিব মন্দির রয়েছে। মূল বাসুলি মন্দিরটি তে দেবী সরস্বতী র মূর্তি পূজিত হচ্ছে।
আটচালা শিব মন্দির দুটি একই বারান্দার মধ্যে অবস্থিত। এটিকে জোড়া শিব মন্দিরও বলা যায়।
In the quaint village of Nanur, nestled within the Birbhum district, lies the revered abode of the illustrious poet Chandidas. However, historical accounts reveal multiple individuals bearing the name Chandidas, sparking debate among scholars regarding their respective identities. It is widely accepted that Badu Chandidas, the renowned composer of Sri Krishna Kirtan, hailed from Bankura district, whereas Dwij Chandidas is believed to have resided in Nanoor.
The temple situated around the vita or mound of Chandidas, is presently under the stewardship of the Archaeological Survey of India. This sacred site boasts an impressive array of architectural marvels.
Basuli Temple: A temple with a flat roof, dedicated to Goddess Saraswati, showcasing exquisite terracotta craftsmanship.
Shiva Temples : Fourteen Shiva temples, featuring simple four-chala and two eight-chala structures adorned with intricate terracotta decorations.
Twin Shiva TemplesTwo Atchala Shiva temples situated within the same verandah, exemplifying architectural symmetry.