
পশ্চিম মেদিনীপুর জেলার পাথরা অঞ্চলটি এক সময় অতি উন্নত জনপদ ইল। বাংলার নবাব আলীবর্দী খাঁর সময়কালে ১৭৪০-১৭৫৬) বিদ্যা বিনোদ ঘোষাল তৎকালীন রতনচক পরগনার ( বর্তমান পাথরা অঞ্চল) নায়েব নিযুক্ত হন। পরবর্তীকালে তিনি মজুমদার উপাধিতে ভূষিত হন। পারিপার্শ্বিকতার বিচারে মোঃ ইয়াসিন পাঠান তার গ্রন্থে উল্লেখ করেছেন যে অনুমান করা যায় এই বিদ্যাবিনোদ মজুমদার এবং তার পরিবার এই মন্দিরগুলি প্রতিষ্ঠার সাথে যুক্ত ছিলেন। বিভিন্ন মন্দিরের গায়ে ১৭০৬,১৭০৯,১৭৪৯, ১৭৭১ সালগুলি উৎকীর্ণ হয়েছে।
পাথরা গবেশক মঃ ইয়সিন পাঠান সংলগ্ন অঞ্চলের ১০৬১ টি ঐতিহ্য মন্ডিত পুরাতাত্বিক স্থাপত্য়ের একটি নক্সা তৈরী করেছিলেন। তার মধ্যে ভারতীয় পুরাতাত্বিক সর্বেক্ষন ২৮ টি মন্দিরকে সংরক্ষিত সৌধ বলে স্বীকৃতি দিয়েছে। প্রায় ধ্বংস হতে বসা মন্দিরগুলিকে পুনরুদ্ধার করে জনসমক্ষে হাজির করা হয়েছে।
কালাচাঁদ মন্দির , পঞ্চরত্ন শিব মন্দির, নবরত্ন শিব মন্দির, তিনটি আটচালা শিব মন্দিরের গুচ্ছ,, , তিনটি পঞ্চরত্ন শিব মন্দির গুচ্ছ , শিবের চাঁদনি মন্দির ( দালান), রাসমঞ্চ সহ সমস্ত মন্দিরগুলি একটি অবশ্য দ্রষ্টব্য ।
Pathra region of West Midnapore district was once a very developed town. During the reign of Nawab Alivardi Khan of Bengal (1740-1756), Vidya Binod Ghoshal was appointed as the Naib of the then Ratanchak Pargana (present Pathra region). Later, he was awarded the title of Majumdar.
Based on the context, Md. Yasin Pathan has mentioned in his book that it can be assumed that this Vidyabinod Majumdar and his family were involved in the establishment of these temples. The years 1706, 1709, 1749, 1771 are carved on the walls of various temples.
Pathra explorer M. Yasin Pathan prepared a map of 1061 heritage-rich archaeological structures in the adjoining region. Of these, the Archaeological Survey of India has recognized 28 temples as protected monuments. Temples that were on the verge of destruction have been restored and presented to the public.
Kalachand Temple, Pancharatna Shiva Temple, Navaratna Shiva Temple, Three Atchala Shiva Temple Cluster, Three Pancharatna Shiva Temple Cluster, Shiva Chandni Temple (building), Rasmancha, all the temples are a must see.