image

পঞ্চ শিবালয় Pancha Shibalaya

বীরভূম জেলার দুবরাজপুরে ওঝাপাড়ায় একটি ত্রয়োদশরত্ন মন্দির রয়েছে। এলাকাটিকে নামোপাড়াও বলা হয়। পাঁচটি শিব মন্দিরের গুচ্ছ নিয়ে মন্দির গুলি গড়ে উঠেছে। ত্রয়োদশরত্ন মন্দিরটির দুপাশে দুটি দেউল রীতির মন্দির সন্নিবেশিত হয়েছে। মন্দিরগুলি পাশাপাশি থাকলেও সেগুলি বারান্দাহীন। আরো দুটি মন্দির পাশে রয়েছে। সব গুলোরই উপাস্য দেবতা শিব। এলাকায় এর পরিচিতি পঞ্চ শিবমন্দির নামে।
১৪ ফুট ৬ ইঞ্চি দৈর্ঘ্য এবং ১৪ ফুট ৬ ইঞ্চি প্রস্থ বিশিষ্ট বর্গাকার মন্দিরটি এক অতুলনীয় সৌন্দর্যের অধিকারী। দুবরাজপুর ঘরানার এই স্থাপত্যটি র প্রতিষ্ঠাকাল জানা যায়নি। একটি ছাদের ওপর দুটি কার্নিশের মধ্যে মোট ১২ টি চুড়া এবং একটি কেন্দ্রীয় চুড়া নিয়ে এই ১৩ রত্ন মন্দিরটি গঠিত। নিচের দিকের বাঁকানো কার্নিশের চারদিকে একটি করে মোট চারটি চুড়া এবং ওপরের দিকের বাঁকানো কার্নিশে দুটি করে মোট আটটি চুড়া। এই ঘরানাটিকেই David J Maccutchion দুবরাজপুর ঘরানা হিসাবে আখ্যায়িত করেছিলেন।
মন্দিরটি তে এখনো টেরাকোটার ফলক গুলি রয়েছে। জীর্ণ হয়ে গেলেও রামায়ণের ঘটনা , নৌকা বিহার , নৃসিংহ অবতার এরকম বিভিন্ন ফলক দেখতে পাওয়া যায়।
রাজার আমলে নির্মিত স্থাপত্যটি এখন এলাকার মানুষের দেখাশোনা করেন। সংরক্ষণের কাজ প্রথামাফিক ভাবে না হওয়ায় মন্দিরটি ধ্বংসের পথে চলে যাচ্ছে। এই ঘরানার অল্প কটি মন্দিরের মধ্যে এটি একটি। এর সার্বিক সংরক্ষণ আশু প্রয়োজন। অন্যথায় একটি বিশিষ্ট ঘরানার অবলুপ্তি অবশ্যম্ভাবী।

There is a Triodasharatna temple in Ojhapara, Dubrajpur, Birbhum district. The area is also called Namopara. The temples are built with a cluster of five Shiva temples. Two Deul style temples are inserted on either side of the Triodasharatna temple.Although the temples are side by side, they are without balconies. Two more temples are located nearby. All of them are dedicated to the god Shiva. It is known in the area as the Pancha Shiva Temples.

The square temple, measuring 14 feet 6 inches in length and 14 feet 6 inches in width, is of unparalleled beauty. The date of establishment of this Dubrajpur style of architecture is not known.This 13 pinnacled temple consists of a total of 12 spires and a central spire  on the roof. There are four spires, one on each side of the lower curved cornice, and two on each side of the upper curved cornice, totaling eight spires.
This gharana was termed by David J Maccutchion as Dubrajpur gharana.

The temple still has terracotta plaques. Although worn out, various plaques depicting scenes from the Ramayana, boat vihar, and the incarnation of Lord Narasimha can be seen.

The structure, built during the reign of the king, is now looked after by the people of the area. The temple is on the verge of destruction due to lack of proper conservation work. It is one of the few temples of this style. Its overall preservation is urgently needed. Otherwise, the extinction of a prominent genre is inevitable.

Related Articles

ত্রয়োদশ রত্ন Trayadasa Ratna

শিব মন্দির Shib Temple

বীরভূম জেলার দুবরাজপুরে ত্রয়োদশ  রত্ন মন্দিরে যে ঘরানাটি গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম ছিল মুদিপাড়ায় ( ময়না পাড়া) অবস্থিত শিব মন্দির। দুটি বীরভূম ঘরানার দেউল মন্দিরের মধ্যবর্তী অংশে ত্রয়োদশ মন্দিরটি অবস্থিত।মন্দিরটির প্রতিষ্ঠাকাল পাওয়া যায়নি। বর্গাকার মন্দিরটির প্রতি দিক ১০ ফুট ৬ ইঞ্চি লম্বা। এলাকার মানুষের কথায় উনবিংশ শতাব্দীর মধ্যভাগে হেতমপুর রাজবংশের পক্ষ থেকে এই মন্দিরগুলি […]

Read More
ত্রয়োদশ রত্ন Trayadasa Ratna

শিব মন্দির Shib Temple

বীরভূম জেলার দুবরাজপুরে ত্রয়োদশ রত্ন মন্দিরের যে ঘরানাটি গড়ে উঠেছিল তার এক উৎকৃষ্ট নিদর্শন ছিল দুবরাজপুর বাজার এলাকায় শিব মন্দিরটি। দেব কুমার চক্রবর্তী মহাশয় লিখিত ১৯৭২ সালে প্রকাশিত  ‘বীরভূম জেলার পুরাকীর্তি’ গ্রন্থে এই মন্দিরটির অত্যন্ত সুন্দর একটি বিবরণ আছে।উক্ত বিবরণ অনুসারে মন্দিরের গায়ে টেরাকোটা ফলকের মধ্যে দিয়ে বিভিন্ন দেবদেবী , অবতার , সামাজিক এবং পৌরাণিক […]

Read More
ত্রয়োদশ রত্ন Trayadasa Ratna

হংসেশ্বরী মন্দির বাঁশবেড়িয়া Hanseswari Temple Bansberia

১৬৫৬ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহান বর্ধমান জেলার পাটুলির রাঘব দত্ত রায় কে সাতগাঁও অঞ্চলের একুশ টি পরগনার জমিদারি প্রদান করেন। তার পুত্র রামেশ্বর দত্ত। পরবর্তীকালে রাজা উপাধি পান। তিনি বাঁশ ঝাড় অধ্যুষিত এই এলাকা পরিষ্কার করে একটি দুর্গ নির্মাণ করেন। এখান থেকে এলাকার নাম হয় বাঁশবেড়িয়া। রামেশ্বরের মৃত্যুর পর তার পুত্রর রঘুদের এবং পরের রঘুদেবের […]

Read More