image

পঞ্চরত্ন মন্দির Pancha Ratna Temple

বাঁকুড়া জেলার পাত্রসায়র থানায় দামোদরের শাখা নদী ভোদাইয়ের ধারে হদল এবং নারায়ণপুর পাশাপাশি দুটি গ্রাম থাকলেও তাদের একসাথেই উচ্চারণ করে ডাকা হয় হদল - নারায়ণপুর । কাছাকাছি রেলস্টেশন বলতে পাঁচ কিলোমিটার দূরে ধগড়িয়া।
আগের জমিদারি আমলের মন্ডল উপাধিধারি পরিবারের তিন তরফ বড় তরফ, মেজ তরফ এবং ছোট তরফ এদের প্রতিষ্ঠিত কিছু টেরাকোটা মন্দির, রাস মঞ্চ এই গ্রামের অন্যতম ঐতিহ্য। এই পরিবারে এক পূর্বপুরুষ মুচিরাম ঘোষ মল্লরাজ গোপাল সিংহের আমলে এই অঞ্চলের প্রশাসক নিযুক্ত হন এবং মন্ডল উপাধি লাভ করেন।
গ্রামের উত্তর দিকে বড় তরফের বিশাল প্রাসাদোপম বাড়ি।
এই  বাড়ির ভেতরে একটি সাধারন মানের পঞ্চরত্ন মন্দির আছে। মন্দিরটি দক্ষিণমুখী এর বিগ্রহ রাধা দামোদর ( শালগ্রাম শিলা)।
হদল নারায়নপুরের এই মন্দিরের বৈশিষ্ট্য হচ্ছে এখানে একটি প্রতিষ্ঠা লিপি আছে । সেই লিপি থেকে দেখা যায় যে এটি ১৭২৮ শকাব্দ অর্থাৎ ১৮০৬ খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল।

Although Hadal and Narayanpur are two villages located side by side on the banks of the Bhodai, a tributary of the Damodar, in Patrasayar police station of Bankura district, they are pronounced together as Hadal - Narayanpur. The nearest railway station is Dhagaria, five kilometers away.
The three branches of the family holding the Mandal title from the previous zamindari period, the baro (elder brother ) taraf, the mejo taraf ( middle brother), and the choto taraf ( younger brother ) established some terracotta temples and the Ras Mancha are one of the traditions of this village.An ancestor of this family, Muchiram Ghosh, was appointed as the administrator of this region during the reign of Mallaraja Gopal Singh and received the title of Mandal.
A large palatial house on the north side of the village was established by the family of elder brother.
There is a simple Pancharatna temple inside this house. The temple is facing south and its idol is Radha Damodar (Shalgram ).
The special feature of this temple in Hadal Narayanpur is that there is a foundation inscription here. From that inscription it is seen that it was made in 1728 Shakabda i.e. 1806 AD.

Related Articles

পঞ্চরত্ন Pancha Ratna

পাথরা পঞ্চরত্ন শিব মন্দির Pathra Pancharatna Shiv Temple

পশ্চিম মেদিনীপুর জেলার পাথরা অঞ্চলে যে মন্দিরগুলি রয়েছে তার মধ্যে পঞ্চরত্ন শিব মন্দিরটি অন্যতম।  পশ্চিমমুখী এই মন্দিরটি কালাচাঁদ মন্দিরের কাছে অবস্থিত। কেন্দেরীয় রত্নটি পঞ্চ রথ এবং বাকি চারটি রথ ত্রিরথ ঘরানা বিশিষ্ট। বাঁকানো চালাগুলির নিচে আগে টেরাকোটা ফলকের সারি ছিল,বর্তমানে তার কিছুই অবশিষ্ট নেই। কেবলমাত্র ডানদিকের দেওয়ালে একটি নকল দরজা আছে সেখানে একটি দন্ডায়মানা নারী […]

Read More
পঞ্চরত্ন Pancha Ratna

পাথরা শিব মন্দির Pathra Shib Temple

পশ্চিম মেদিনীপুর জেলার পাথরা অঞ্চলে যে মন্দিরগুলি রয়েছে তার মধ্যে পঞ্চরত্ন মন্দিরটি অন্যতম। রাস্তার বাম পাশে   মন্দিরটি সহ আরো কয়েকটি মন্দির আছে। পুর্বমুখী এই মন্দিরটি কংসাবতী নদীর ধারে অবস্থিত। ফলকলিপি আনুসারে দেখা যায় যে মন্দিরটি ১৭৪৯ শকাব্দে অর্থাৎ ১৮২৮ খৃষ্টাব্দে প্রতিষ্ঠিত।১৯৯৮ সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, মন্দিরটির সংস্কার করেন এবং জাতীয় গুরুত্বপূর্ণ সৌধ হিসাবে বিজ্ঞপ্তি […]

Read More
পঞ্চরত্ন Pancha Ratna

ইটান্ডা পঞ্চরত্ন মমন্দির Itanda Pancha Ratna Temple

বীরভূম জেলায় বোলপুর থানার অন্তর্গত একটি গ্রাম ইটান্ডা। বোলপুর থেকে ১৫ কিলোমিটার দূরে গ্রামটি অবস্থিত। এই গ্রামে বাজার পাড়ায় একটি পঞ্চরত্ন ঘরানার মন্দির আছে।মন্দিরটি ১২৩৫ বঙ্গাব্দ বা ১৭৫০ শকাব্দে প্রতিষ্ঠিত ।দক্ষিনমুখী মন্দিরটি আবহেলিত হয়ে পড়ে আছে।  Itanda is a village under Bolpur police station in Birbhum district. The village is located 15 kilometers away from […]

Read More