
বীরভূম জেলার অন্যতম বর্ধিষ্ণুগ্রাম দুবরাজপুরে যে মন্দির সংস্কৃতির প্রচলন হয়েছিল তার মধ্যে নমোপাড়ায় নায়েক পরিবাররা যেখানে বসবাস করেন , সেখানে তিনটি মন্দিরের একটি গুচ্ছ রয়েছে। এক পাশে একটি চার চালা মন্দির এবং অন্যপাশে পঞ্চরথ ঘরানার একটি শিখর মন্দিরের মাঝে নবরত্ন মন্দিরটি অবস্থান করছে।
এ সম্বন্ধে নব রত্ন মন্দির অংশে ' নামোপাড়া শিব মন্দির ' পাতায় বিস্তারিত আলোচনা করা হয়েছে।
Among the temple culture that was prevalent in Dubrajpur, one of the enriched villages in Birbhum district, there is a cluster of three temples in Namopara, where the Nayak families live.The Navaratna Temple is situated between a Char Chala Temple on one side and a Shikhar Temple of the Pancharath Gharana on the other
This has been discussed in detail on the 'Namopara Shiv Mandir' page in the Naba
Ratna Temple section.