image

নবগ্রাম গোপাল ও সিংহবাহিনী মন্দির Nabagram Gopal& Singhabahini Temple

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানায় নবগ্রাম গ্রামে মেদিনীপুর শহরের অতি প্রাচীন এক পুরাকীর্তি আছে। পূর্বমুখী সিংহ বাহিনীর এই পঞ্চরত্ন মন্দিরটি অত্যন্ত সুন্দর একটি স্থাপত্য। বর্তমানে ধ্বংসের মুখে পড়ে আছে।
ত্রিখিলান যুক্ত প্রবেশপথের ওপর দিকে কার্নিশের নিচে এবং দুপাশের থাম জুড়ে প্রচুর টেরাকোটা সম্বলিত ফলক অবস্থান করছে। প্রচুর ফলক নষ্ট হয়ে যাওয়ার পরেও যা এখানে আছে তাও অতীব গুরুত্বপূর্ণ।
রাম রাবণের যুদ্ধ, কৃষ্ণ লীলার বিভিন্ন আঙ্গিক ,বাজনা রত নারী পুরুষ এই ফলকগুলি খুব সুন্দর।
শ্রদ্ধেয় তারাপদ সাঁতরা এবং প্রণব রায় লিখিত দুটি গ্রন্থেই পাঠান্তর সত্বেও একটি প্রতিষ্ঠা ফলকের উল্লেখ আছে তাতে লেখা আছে-
"শকাবদা ১৬৩১ শো / লষত ত্রোশ যেন / শ্রী গোপালস্য।"
আংশিক পাঠোদ্ধারে বোঝা যায় মন্দিরটি ১৬৩১ শকাব্দ অর্থাৎ ১৭০৯ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল।
বর্তমানে মন্দিরটির খুবই ভগ্নদশা। বিগ্রহটি স্থানান্তরিত করা হয়েছে।

There is a very ancient monument of the city of Midnapore in the village of Nabagram in Ghatal police station of Paschim Midnapore district. This Pancharatna temple of the east-facing 'Singha banini temple ' (Durga) is a very beautiful architecture. At present, it is in ruins.
Above the three-arched entrance, under the cornice and across the pillars on either side, are numerous terracotta plaques. Despite the destruction of many of the plaques, what remains here is of great importance.The plaques depicting the battle between Ram and Ravana, various aspects of Krishna's Leela, and men and women playing musical instruments are very beautiful.
Both the books written by the venerable Tarapada Santra and Pranab Roy (despite of different statement) mention a foundation plaque, which reads:

Śakābadā 1631 śō/ laṣata trōśa yēna/ śrī gōpālasya."

A partial decipherment suggests that the temple was established in 1631 Shakabda i.e. 1709 AD.
The temple is currently in a very dilapidated condition. The idol has been shifted. 

Related Articles

পঞ্চরত্ন Pancha Ratna

গোবিন্দ নগর রাধাগোবিন্দজিউ ও রাধারমনজিউ মন্দির Govinda Nagar Radha Govindajiu and Radharmanjiu Temple

পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর থানার অধীনে গোবিন্দ নগর গ্রামে একটি পঞ্চরত্ন টেরাকোটা মন্দির অবস্থান করছে। মন্দিরটি সরকার কর্তৃক সংরক্ষিত। রাধাগোবিন্দ ও রাধারমন মন্দির নামে এটি খ্যাত। দুটি আলাদা আলাদা যুগল মূর্তি এখানে অবস্থান করছে। সরকারি ঘোষণা অনুসারে দেখা যায় মন্দিরটি ১৮৭১ খ্রিস্টাব্দে নির্মিত। বর্তমানে কোন প্রতিষ্ঠা লিপি লক্ষ্য করতে পারিনি। তারাপদ সাঁতরা এবং প্রণব রায় […]

Read More
পঞ্চরত্ন Pancha Ratna

সুলতানপুর লক্ষীজনার্দন মন্দির Sultanpur Laxmijanardan Temple

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের অন্তর্গত সুলতানপুর গ্রামে একটি অতি প্রাচীন লক্ষ্মী জনার্দন মন্দির আছে। পঞ্চরত্ন মন্দিরটি পূর্বমুখী। কার্নিশের নিচে একটি প্রতিষ্টা ফলক থেকে জানা যায় মন্দিরটি ১২১৫ বঙ্গাব্দে অর্থাৎ ১৮০৮ সালে নির্মিত হয়েছিল। মন্দিরের সম্মুখভাগের কার্নিশ থেকে পাদপিঠ পর্যন্ত সমস্ত জায়গায় প্রচুর টেরাকোটা ফলকের উপস্থিতি আছে। দশাবতার কৃষ্ণ লীলার নানা রকম কাহিনী এই ফলক […]

Read More
পঞ্চরত্ন Pancha Ratna

দন্দিপুর রঘুনাথজীউ মন্দির Dandipur RaghunathJiu

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার দন্দীপুর গ্রামে একটি খুব সুন্দর পোড়ামাটির টেরাকোটা ফলক চিত্রিত মন্দির আছে। দক্ষিণ মুখী এই পঞ্চরত্ন মন্দিরটি এলাকার একটি উল্লেখযোগ্য পুরাকীর্তি। মন্দিরের উপাস্য দেবতা রঘুনাথজীউ। এছাড়াও শ্রীদাম এবং গোপালের মূর্তি এখানে আছে। মন্দিরের সম্মুখভাগ প্রায় সবটাই টেরাকোটা ফলকে আচ্ছাদিত। ত্রিখিলান মন্দিরের শীর্ষে রাম রাবণের যুদ্ধ, কৃষ্ণ লীলা, বিভিন্ন পৌরাণিক কাহিনী উৎকীর্ণ […]

Read More