
নানুর থানার অধিনে বালিগুনি গ্রামে দুটি আটচালা শিব মন্দির আছে। দক্ষিণমুখী এই মন্দির দুটি তে আগে প্রচুর টেরাকেটা অলংকৃত ফলক ছিল। রাম রাবনের যুদ্ধ , বাহন গড়ুরের পিঠে চড়ে বিষ্ণুর যুদ্ধ দৃশ্য ইত্যাদি। বর্তমানে সংস্কারের ফলে সবকিছুর অবলুপ্তি ঘটেছে।১৪০৪ বঙ্গাব্দের মাঘ মাসে সর্ব শেষ সংস্কার হয়। নতুন রঙ করার ফলে টেরাকেটা সমৃদ্ধ মন্দিরটি তার গরিমা হারিয়েছে ।
There are two Atchala Shiva temples in Baliguni village under Nanoor police station. These two south-facing temples used to have many terracotta decorated plaques. Ram fighting Ravana, Vishnu riding on the back of his vehicle Garuda, etc. At present, all of them have disappeared due to renovations. The last renovation was carried out in the month of Magh in 1404 Bangaba . The temple, rich in terracotta, has lost its glory due to the new painting.