image

দুটি আট চালা শিব মন্দির Two Aat Chalala Shib Temple

নানুর থানার অধিনে বালিগুনি গ্রামে দুটি আটচালা শিব মন্দির আছে। দক্ষিণমুখী এই মন্দির দুটি তে আগে প্রচুর টেরাকেটা অলংকৃত ফলক ছিল। রাম রাবনের যুদ্ধ , বাহন গড়ুরের পিঠে চড়ে বিষ্ণুর যুদ্ধ দৃশ্য ইত্যাদি। বর্তমানে সংস্কারের ফলে সবকিছুর অবলুপ্তি ঘটেছে।১৪০৪ বঙ্গাব্দের মাঘ মাসে সর্ব শেষ  সংস্কার হয়। নতুন রঙ করার ফলে টেরাকেটা সমৃদ্ধ মন্দিরটি তার গরিমা হারিয়েছে ।

There are two Atchala Shiva temples in Baliguni village under Nanoor police station. These two south-facing temples used to have many terracotta decorated plaques. Ram fighting Ravana, Vishnu riding on the back of his vehicle Garuda, etc. At present, all of them have disappeared due to renovations. The last renovation was carried out in the month of Magh in 1404 Bangaba . The temple, rich in terracotta, has lost its glory due to the new painting.


 

Related Articles

আটচালা Aath Chala

শ্যামচাঁদ মন্দির Shyamchand Temple

নদীয়া জেলার শান্তিপুরে শ্যামচাঁদ পাড়ায় অবস্থিত আটচালা মন্দিরটি  স্থাপত্যের এক অপরূপ নিদর্শন। লিপি অনুসারে ১৬৪৮ শক অর্থাৎ ১৭২৬ খ্রিস্টাব্দে মন্দিরটি  তৈরি হয়েছিল। মন্দিরটির প্রতিষ্ঠাতা ছিলেন স্থানীয় রামগোপাল খাঁ চৌধুরী। কথিত আছে, মন্দির নির্মাণে দু লক্ষ টাকা খরচ হয়েছিল। মন্দিরের বিগ্রহ কৃষ্ণমূর্তি কষ্টিপাথরের তৈরি। প্রথম অবস্থায় রাধার মূর্তিতে ছিল সোনার। মন্দিরের সামনে খুব বড় একটি নাটমন্দির […]

Read More
গুচ্ছ মন্দির Cluster of Temples

যাদবেশ্বর মাধবেশ্বর Jadabeswar Madhabeswar

নদীয়া জেলার শান্তিপুরে কাঁসারী পাড়ায় একটি মন্দির গুচ্ছ রয়েছে। দুপাশে দুটি আটচালা শিব মন্দিরের মাঝখানে একটি দালান মন্দির এবং সামনে একটি বড় নাট-মন্দির রয়েছে। দুপাশের দুটি শিব মন্দিরের একটি যাদবেশ্বর এবং অপরটি মাধবেশ্বর নামে পরিচিত। মধ্যখানে দালান মন্দিরটিতে কষ্টি পাথরের বেনু কৃষ্ণ এবং অষ্টধাতুর রাধামুর্তী আছে। প্রতিষ্ঠা লিপি অনুসারে ১৮৬৩ খ্রিস্টাব্দে শিব মন্দির দুটি প্রতিষ্ঠিত […]

Read More
গুচ্ছ মন্দির Cluster of Temples

ওঝাপাড়া পঞ্চ শিবমন্দির Ojhaparafive Shiva temple cluster

বীরভূম জেলার দুবরাজপুরে ওঝাপাড়ায় একটি ত্রয়োদশরত্ন মন্দির রয়েছে। এলাকাটিকে নামোপাড়াও বলা হয়। পাঁচটি শিব মন্দিরের গুচ্ছ নিয়ে মন্দির গুলি গড়ে উঠেছে। ত্রয়োদশরত্ন মন্দিরটির দুপাশে দুটি দেউল রীতির মন্দির সন্নিবেশিত হয়েছে। মন্দিরগুলি পাশাপাশি থাকলেও সেগুলি বারান্দাহীন। আরো দুটি মন্দির পাশে রয়েছে। সব গুলোরই উপাস্য দেবতা শিব। এলাকায় এর পরিচিতি পঞ্চ শিবমন্দির নামে। এ সম্বন্ধে ত্রয়োদশ রত্ন […]

Read More