image

দাসপুর গোপিনাথজিউ Daspur Gopinath Jiu

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এলাকায় সিংহ পাড়ায় একটি পূর্বমুখী এক রত্ন মন্দির আছে। এটি সিংহ পরিবার কর্তৃক স্থাপিত গোপীনাথের মন্দির। সামনের দিকে একটি অস্পষ্ট ফলক দেখে বোঝা যায় যে মন্দিরটি ১৬৩৮ শকাব্দ অর্থাৎ ১৭১৬ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল।
মন্দিরের চুড়াটি ছাদের মাঝখানে এমন ভাবে বসানো যে বাইরে থেকে দেখলে মনে হবে যেন এটি আলগোছে বসানো হয়েছে। এই ধরনের এক রত্ন রীতির মন্দির কে দাসপুর অঞ্চলের সূত্রধরগণ 'আলগোছটুঙ্গী' এই নামে পরিচিত করেছিলেন।
মন্দিরের  সম্মুখভাগে , ভিত্তিভূমি সংলগ্ন দেয়ালে , সামনের থামে প্রচুর টেরাকোটা ফলক আছে। বিভিন্ন রকমের সামাজিক দৃশ্য , শিকার, রনতরী, নৌযুদ্ধ , কৃষ্ণলীলা, পৌরাণিক দেবদেবী ফলক গুলিতে উৎকীর্ণ  হয়েছে।
মন্দিরটি জীর্ণ অবস্থায় পতিত হয়েছিল। বর্তমানে ঘেরা দেয়ালের মাঝখানে সংরক্ষিত হওয়া সত্বেও মন্দিরের গায়ে কিছু গাছ শিকড় গজিয়ে রয়েছে ফলে দেওয়াল গুলি নষ্ট হয়ে যাবার মুখে এসেছে। মন্দিরের গায়ে নতুন রং করার ফলে টেরাকোটা ঐতিহ্যের গড়িমা নষ্ট হয়েছে।

There is an east-facing single Pinnacled temple in Singha Para in the Daspur area of Paschim Medinipur district. It is a temple of Gopinath established by the Singha family. An obscure plaque on the front indicates that the temple was founded in the 1638 Shakabda, i.e. 1716 AD.
The temple's spire is placed in the middle of the roof in such a way that when viewed from the outside, it appears as if it is placed in a slanted manner. Such a Ratna style temple was known as 'Algochtungi' by the Sutradhars of the Daspur region.
There are many terracotta plaques on the facade of the temple, on the walls adjacent to the foundation, and on the front pillars. Various social scenes, hunting, warships, naval battles, Krishna Leela, and mythological gods and goddesses are carved on the plaques.
The temple had fallen into a dilapidated state. Despite being preserved within the walls, the temple is now in danger of being destroyed by the roots of some trees that have grown on it. The temple has been repainted, destroying the traditional terracotta look.

Related Articles

একরত্ন Ek Ratna

গেঁড়িবুড়ি Geriburi

পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর থানার অধীনে গ্রাম বলিহারপুর। এখানে গেঁড়িবুড়ি তলায় একটি এক রত্ন মন্দিরে লৌকিক দেবী গেঁড়িবুড়ির পূজা করা হয়। আমুল সংস্কার হয়ে যাওয়া এই মন্দিরটি তে কয়েকটি টেরাকোটার ফুল এবং রাধা কৃষ্ণের মূর্তী দেখতে পাওয়া যায়। বর্তমানে অলংকরণ গুলি সম্পূর্ণভাবে রং করা।  মন্দিরটি দক্ষিণমুখীসম্মুখভাগে ত্রিখিলানের উপরিস্থিত বক্র কার্নিশ এর উপরে প্রতিষ্ঠা লিপিতে দেখা […]

Read More
একরত্ন Ek Ratna

মহানাদ জটেশ্বর মন্দির Mahanad Jateswar Temple

হুগলি জেলার পোলবা দাদপুর ব্লকের অন্তর্গত মহানাদ – জাততলা গ্রামে যে অপূর্ব স্থাপত্যটি বর্তমান সেটি হল জটেশ্বর নাথের শিব মন্দির। গঠন শৈলী দেখে অনুমান করা হয় অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে স্থাপত্যটি তৈরি করা হয়েছিল। মহানাদ হুগলি জেলার একটি প্রসিদ্ধ ঐতিহাসিক স্থান এখানে থেকে প্রচুর প্রত্নতাত্ত্বিক সামগ্রী পাওয়া গেছে। গুপ্ত যুগের কিছু নিদর্শন ভারতীয় জাদুঘরে সংরক্ষিত […]

Read More
একরত্ন Ek Ratna

মদনমোহন মন্দির Madanmohan Temple

বিষ্ণুপুরের নগর দেবতা মদনমোহনের এক রত্ন মন্দিরটি এক কথায় অনবদ্য। মাকড়া পাথরের ভিত্তি ভূমির উপরে টেরাকোটা অলঙ্করণ সমৃদ্ধ মন্দিরটি তৈরি হয়েছিল ১৬৯৪ খ্রিস্টাব্দে। ধনুক আকৃতি বাঁকা চালার উপরে স্থাপিত শিখরটি অনবদ্য। মন্দিরের প্রতিষ্ঠা লিপিটি এইরকম –“শ্রী রাধাব্রজরাজনন্দন পদাম্ভজেষু তৎ প্রীতয়ে মল্লাব্দে ফনীরাজশীর্ষগনিতে মাসে শুচৌ নির্মলেসৌধং সুন্দররত্নমন্দিরমিদং সার্ধংস্বচেতোহলিনাশ্রীমদ্দুর্জন সিংহ ভুমিপতিনা দত্তং বিশুদ্ধাত্মনা        ১০০০”এটি পাঠে বোঝা যায় […]

Read More