image

দামোদরজিউ মন্দির Damodarjiu Temple

হাওড়া জেলার আমতা থানার রাউতারা গ্রামে সরকার পাড়ায় দামোদর জীউ মন্দিরটি অবস্থিত। মন্দিরটি দক্ষিণ মুখী। ১২ চালা মন্দিরটি রায় পরিবারের পারিবারিক স্থাপত্য। মন্দিরটি কয়েকবার সংস্কার হয়েছে।
মন্দির প্রাঙ্গণের পাশে একটি আটচালা তুলসী মঞ্চ আছে।
বিভিন্ন সময় সংস্কারের ফলে টেরাকোটা ফলক গুলি রং করার সময় আভিজাত্য হারিয়েছে।

The Damodar Jeeyu Temple is located in Sarkar Para, Rautara village of Amta police station in Howrah district. The temple faces south. The 12-chala temple is the family architecture of the Roy family. The temple has been renovated several times.
There is an eight-chala Tulsi Mancha next to the temple premises.Due to various renovations, the terracotta tablets have lost their elegance while being painted.