image

দশঘরা দোল মঞ্চ Dasghara Dol Mancha

হুগলি জেলার ধনেখালি থানার অন্তর্গত দশঘরা গ্রামটি অতিশয়  বর্ধিষ্ণু। এই গ্রামে সদানন্দ বিশ্বাস এবং তার পরিবার অনেক পুরাকীর্তি স্থাপনের সাথে যুক্ত ছিলেন। পঞ্চরত্ন মন্দির ,দোল মঞ্চ ,রাস মঞ্চ , শিব মন্দির এরকম দেবালয় নির্মাণ তাদের অন্যতম কীর্তি।

চারচালা  দোলমঞ্চটি এক অপরুপ শোভা নিয়ে বিরাজ করছে। বিরাট পুকুরের ধারে রাসমঞ্চ এবং দোল মঞ্চ দুটি এক অনন্য দৃশ্যের অবতারনা করেছে।

The village of Dashghara, under Dhanekhali police station of Hooghly district, is very prosperous. In this village, Sadananda Biswas and his family were associated with the establishment of many ancient monuments. The construction of temples like Pancharatna Temple, Dol Mancha, Ras Mancha, Shiv Mancha are among their achievements.

This architecture with char chala is adorned with a unique beauty.  This two stylist structure  the Rashmancha and the Dolmancha, on the banks of the large pond, present a unique scene.