image

তাঁতী পাড়া মসজিদ Tanti Para Masjid

মালদা জেলার ইংলিশ বাজার থানা এলাকায় তাঁতিপাড়া গ্রামে এই মসজিদটি অবস্থিত। কাপড় বোনা যাদের পেশা সেই তাঁতিদের পাড়ায় অবস্থিত বলেই হয়তো মসজিদটির নাম তাঁতিপাড়া মসজিদ। কেউ কেউ মসজিদটিকে উমর কাজির মসজিদ হিসাবে চিহ্নিত করেছেন।

প্রথম অবস্থায় মসজিদটি ১০ গম্বুজধারী মসজিদ ছিল। পরবর্তীকালে সেগুলি ধ্বংস হয়ে যায়। বিশেষজ্ঞদের মতে টেরাকোটা নিদর্শনের নিরিখে গৌড় পান্ডুয়ার মসজিদগুলির মধ্যে তাঁতিপাড়ার মসজিদটি ছিল সর্বশ্রেষ্ঠ। মসজিদের কোনার আট কোনা স্তম্ভ গুলিও কারুকার্য শোভিত। এই স্থাপত্যের সামনের দিকে খিলান করা পাঁচটি দরজা আছে। দেওয়ালের বাইরের দিকটি কয়েকটি বড় বড় আয়তক্ষেত্রে ভাগ করা হয়েছে এবং সমস্ত অংশটি বিভিন্ন রকম নকশা দ্বারা সজ্জিত। মসজিদের মধ্যে অলংকরণের মধ্যে ওপর থেকে নিচ পর্যন্ত লতাপাতার অলংকরণ শিকল ঘন্টা এসবের অলংকরণ অতীব সুন্দর।

This mosque is located in the village of Tantipara in the English Bazar police station area of Malda district. The mosque is probably named Tantipara Mosque because it is located in the neighborhood of weavers, whose profession is weaving cloth. Some have identified the mosque as the mosque of Umar Qazi.
Initially, the mosque was a 10-domed mosque. Later, they were destroyed. According to experts, the Tantipara mosque was the best among the Gaur Pandya mosques in terms of terracotta artifacts. The eight corner pillars of the mosque are also decorated with craftsmanship.
The structure has five arched doorways at the front. The outer wall is divided into several large rectangles, all decorated with various designs. Among the decorations inside the mosque, the decorations from top to bottom, including vine leaves, chains, and bells, are extremely beautiful.

Related Articles

1401 – 1500

লোটন মসজিদ Loton Masjid

হাওড়া জেলার ইংলিশ বাজার থানার অন্তর্গত নাজির খানি গ্রামে লোটন মসজিদটি অবস্থিত। এই মসজিদের নামকরণ নিয়ে অনেক রকম কথাই প্রচলিত আছে কারোর মতে নটু নামে কোন এক নটীর দ্বারা এটি নির্মিত হয়েছিল। আবার কেউ বলেন নাথু বা নর্তকী বালিকার মসজিদ। স্থানীয় মানুষের বিশ্বাস যে লুটন বা মীরাবাঈ নামে এক নর্তকী এটি প্রতিষ্ঠা করেছিলেন। আবার কারো […]

Read More
1401 – 1500

চিকা মসজিদ Chika Mosque Chika Masjid

মালদা জেলার গৌড়ে চন্দনগড় এলাকায় চিকা মসজিদ নামক স্থাপত্যটি অবস্থিত। এই স্থাপত্যটি চিকা মসজিদ নামে পরিচিত হলেও এটি কোন মসজিদ নয় বলেই বিশেষজ্ঞরা অভিমত দিয়েছেন। এর অন্যতম কারণ হলো যে এর ভেতরে মসজিদের মতো কোন মেহরাব নেই। কোন কোন বিশেষজ্ঞ অবনটিকে কারাগার বলে অভিহিত করেছিলেন আবার অনেকে রাজকার্যের জন্য ব্যবহৃত কোন কক্ষ হিসেবে একে বর্ণিত […]

Read More
1401 – 1500

চামকাটি মসজিদ Chamkati Mosque

মালদা জেলার ইংলিশ বাজার থানায় কনকপুর গ্রামে এই স্থাপত্যটি অবস্থিত। আনুমানিক ১৪৭৫ খ্রিস্টাব্দে নির্মিত চামকাটি মসজিদটির নামকরণ নিয়ে অনেক কথাই প্রচলিত আছে। কেউ কেউ বলেছেন মুসলমানদের মধ্যে চামকাটি বলে একটি সম্প্রদায় তারা মসজিদটি নির্মাণ করেছিলেন তাই এর নাম চামকাটি। কেউ কেউ বলেন গায়ের চামড়া কেটে উপহার দেয়া একটি সম্প্রদায়ের রীতি ছিল তাই এরকম নামকরণ। আবার […]

Read More