
দুটি দোচালা মন্দির সমান্তরালভাবে স্থাপনের মধ্যে দিয়ে জোর বাংলা মন্দিরের সূচনা হয়। দোচালা মন্দির আয়তনের ক্ষেত্রে দৈর্ঘ্য হয় প্রস্থের দ্বিগুণ। দেওয়ালের উপর দুটো বাঁকা চালা পরস্পরের দিকে ঝুঁকে উপরের দিকে উঠে যায় এবং কিছুদূর গিয়ে তারা মিলিত হয়। এটাই দোচালা রীতি সাধারণ বৈশিষ্ট্য।
এরকম দুটি মন্দির পাশাপাশি জুড়ে দুটো দোচলার মাঝখান জুড়ে দিয়ে জোড় বাংলা মন্দির তৈরি হয়। এই ধরনের মন্দিরে দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য খুব একটা বেশি নয়। অনেক সময় দুটি চালার মধ্যে একটি সংযোগকারী চূড়া দেখা যায়।
কয়েকটি ক্ষেত্রে এরকম তিনটি মন্দিরের পাশাপাশি অবস্থান লক্ষ্য করা যায়।
এটি একটি ব্যতিক্রমী ধরণ। জটিল স্থাপত্যের দরুন এই ধরনটি খুব বেশি প্রসার লাভ করেনি।
The Jor Bangla temple originated from the simultaneous construction of two adjacent Do Chala temples.
A distinctive feature of the Do Chala style is the presence of two curved chaias on the wall that converge towards each other, meeting at a certain point.
To create a Jor Bangla temple, two such Do Chala temples are built side by side, with their middle points intersecting. This design results in a temple with minimal differences in length and width. Occasionally, a connecting ridge is visible between the two temples. In rare cases, three Do Chala temples are built side by side, forming an exceptional and complex architectural layout. Due to its complicated design, this style did not gain widespread popularity.
ইটান্ডা জোড় বাংলা মন্দির Itanda Jorbangla Temple
বীরভূম জেলায় বোলপুর থানার অন্তর্গত একটি গ্রাম ইটান্ডা। বোলপুর থেকে ১৫ কিলোমিটার দূরে গ্রামটি অবস্থিত। এই গ্রামে একটি জোড় বাংলা ঘরানার মন্দির আছে। মন্দিরের বিগ্রহ কালী। একসময় এই ভেঙ্গে পড়া মন্দিরটি নতুন করে সংস্কার করা হয়েছে। জেলা প্রশাসন মন্দিরটি সংরক্ষণের কাজ করেছেন। দক্ষিণ মুখী এই মন্দিরে টেরাকোটা অলংকৃত অনেক ফলক রয়েছে। বেশ কিছু ফলক নষ্ট […]
Read Moreকেষ্টরয়ের মন্দির Kestorai Temple
জোড়বাংলা ঘরানার শিল্প মাধুর্যে সমৃদ্ধ বাঁকুড়া জেলার কেষ্ট রায় মন্দিরটি এক কথায় অতুলনীয়। টেরাকোটা অলংকরণের বৈচিত্র এবং প্রাচুর্য এই মন্দিরটির এক বৈশিষ্ট্য। দক্ষিণ মুখী এই মন্দিরটি রাজা বীর হাম্বীরের পুত্র রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেন। মন্দিরের প্রতিষ্ঠালিপিতে এর উল্লেখ আছে – ” শ্রী রাধিকাকৃষ্ণমুদে সুধাংশুরসাঙ্কগে সৌধগৃহং শকাব্দিশ্রী বীর হাম্বির নরেশ সূনুদদৌ নৃপঃ শ্রী রঘুনাথ সিংহঃ । […]
Read More