image

চার চালা Char Chala

এক বাংলা চার চালা মন্দির আলোচনার সময় আমরা দেখেছি যে বাংলার কুটির স্থাপত্যের এই রূপটি মন্দিরেও গ্রহণ করা হয়েছিল।
বর্গাকার বা কখনো আয়তাকার ক্ষেত্রে চারদিকের দেয়াল থেকে চালাগুলি গঠন হতে হতে ক্রমশ ওপরের দিকে উঠে গেছে। ক্রমঃ হ্রাসমান পদ্ধতিতে উঠে যাওয়া ত্রিভুজ আকৃতির চালাগুলি এসে মিলিত হয় গর্ভগৃহের ঠিক কেন্দ্রস্থলে, এই মিলনস্থলটিই শীর্ষবিন্দু।
এই রূপের বিভিন্ন রকমের প্রকাশ মন্দিরের ক্ষেত্রে হয়েছে।

While discussing Ek Bangla Char Chala Mandir we have seen that this form of Bengali cottage architecture was also adopted in temples.
In square or sometimes rectangular cases, sheds are formed from the surrounding walls and gradually rise upwards. The triangular chalas rising in a descending order meet at the very center of the sanctorum, this meeting point being the apex.
Various manifestations of this form have occurred in temples.

ঘুরিষা রঘুনাথজী মন্দির Ghurisha Raghunathji temple

বীরভূমের ইলামবাজার থানার অন্তর্গত ঘুরিষা বর্ধিষ্ণু একটি গ্রাম। এই গ্রামে রঘুনাথের জির চারচালা মন্দিরটি এক অন্যতম প্রাচীন মন্দির ১৬৩৩ খ্রিস্টাব্দে মন্দিরটি তৈরি হয়। কথিত আছে বর্গী হামলার সময় মূল রঘুনার্জির বিগ্রহটি চুরি হয়ে যায়। পরবর্তীকালে একটি শিবলিঙ্গ এখানে প্রতিষ্ঠিত হয়েছে। মন্দিরের চারদিকেই টেরাকোটা অলংকৃত ফলক প্রতিষ্ঠিত হয়েছে।। অন্যতম কিছু ফলক যেমন নব নারীকুঞ্জর এখানে কৃষ্ণের […]

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *