image

চন্দ্রনাথ শিব মন্দির Chandranath Shib Temple

বীরভূম জেলায় দুবরাজপুর থানার অন্তর্গত হেতমপুরে চক্রবর্তী  রাজবংশ একটা  সময় রাজত্ব করেছিলেন। উনবিংশ শতাব্দীর মধ্যভাগে রাজা কৃষ্ণচন্দ্র এই অংশের রাজা ছিলেন । প্রতিষ্ঠালিপি অনুসারে এই চন্দ্রনাথ শিব মন্দিরটি ১২৫৪ বঙ্গাব্দে অর্থাৎ ১৮৪৭ খ্রিস্টাব্দে  তিনি প্রতিষ্ঠা করেন। দেব কুমার চক্রবর্তী লিখিত বীরভূম জেলার পুরাকীর্তি গ্রন্থে এই প্রতিষ্ঠা লিপির উল্লেখ রয়েছে। বর্তমানে মন্দিরের গায়ে এটি দেখতে পাইনি।
হেতমপুরে গোবিন্দ সায়রের একদিকে এই অষ্টকোণা আকৃতির পূর্বমুখী মন্দিরটি প্রতিষ্ঠিত। মন্দিরটি রাজ্য সরকার কর্তৃক সংরক্ষিত এবং হেরিটেজ মন্দির বলে স্বীকৃতি পেয়েছে।
আটকোনা মন্দিরের ধনুকাকৃতি কার্নিশের প্রতি কোনায় একটি করে মোট আটটি এবং একটি কেন্দ্রীয় চূড়া রয়েছে। আটকোনা আকৃতির নয় চূড়া বা নবরত্ন বিশিষ্ট এই মন্দিরটিতে ইউরোপীয় ঘরানার ছাপ সুস্পষ্ট। চুড়াগুলির ওপরে বিভিন্ন মূর্তির অবস্থান উল্লেখযোগ্য।
মন্দিরের গায়ে মাটির ফলক গুলিতে হিন্দু এবং পৌরাণিক দেবদেবীর উপস্থিতির সঙ্গে ইউরোপীয় মানুষ , রাণী ভিক্টোরিয়া সহ বেশ কিছু ফলক লক্ষণীয়। বিদেশি ঘরানার মানুষ প্রমাণ জানালার প্যানেলগুলিও বেশ সুন্দর।
ইউরোপীয় ভাবধারায় স্থাপিত আট কোনা নবরত্ন মন্দির নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য স্থাপত্য।

Hetampur, under Dubrajpur police station in Birbhum district, was once ruled by the Chakravarti dynasty. In the mid-nineteenth century, King Krishnachandra was the king of this part. According to the foundation inscription, this Chandranath Shiva temple was founded by him in 1254 Bangabda, i.e. in 1847 AD. This foundation inscription is mentioned in the "Birbhum Jelar Purakirti" written by Dev Kumar Chakraborty. I have not seen it on the temple premises at present.
This octagonal east-facing temple is situated on one side of Govinda Sayar in Hetampur. The temple is protected by the state government and has been recognized as a heritage temple.
The arched cornice of the octagonal temple has a total of eight spires, one at each corner, and a central spire. This temple, which has nine spires or Navaratnas in the shape of an octagon, clearly shows the influence of European style. The placement of various idols on the spires is notable.
The temple's clay plaques depict Hindu and mythological deities, along with several plaques depicting Europeans, including Queen Victoria. The window panels, which are evidence of foreign styles, are also quite beautiful.

The eight-cornered Navaratna Temple, built in the European style, is undoubtedly a remarkable piece of architecture.

Related Articles

অষ্ট কোনাকৃতি এবং বেশি কোন যুক্ত Octagonal and more

শ্রীবাটি শংকর শিব মন্দির Sribati Sankar Shib TEmple

বর্ধমানের কাটোয়া থানার অন্তর্গত একটি গ্রাম শ্রীবাটি এই গ্রামটি একসময় খুব ঐতিহ্যপূর্ণ ছিল। বর্ধমান জেলার পুরা কীর্তি গ্রন্থে যজ্ঞেশ্বর চৌধুরী মহাশয়। এই গ্রামটি সম্বন্ধে কিছু আলোচনা করেছেন। অতীতে শোভারাম চন্দ নামে এক ব্যক্তি শ্রীবাটি অঞ্চলে বাস গৃহ নির্মাণ করে বসবাস শুরু করেন। এই চন্দ পরিবার এই অঞ্চলে কয়েকটি টেরাকোটা অলংকৃত মন্দির তৈরি করেন। চন্দ পরিবারের […]

Read More
অষ্ট কোনাকৃতি এবং বেশি কোন যুক্ত Octagonal and more

সুপুর অষ্টকোনাকৃতি মন্দির Supur Octagonal Temple

সুপুর গ্রামে একটি অষ্টকোনা আকৃতি দেউল মন্দির আছে। একসময় মন্দির স্থাপত্যে আট কোনা এবং তার বেশি কোনাযুক্ত মন্দির শিল্পে বিশেষ ছাপ ফেলেছিল। আট কোনা মন্দিরেরও অনেক ধরণ ছিল। মন্দিরটি তে প্রতিষ্ঠা লিপি দেখতে পাইনি। টেরাকোটা ফলক গুলির বিষয়বস্তু এবং গঠন দেখে অনেকে এটাকে অষ্টাদশ উনবিংশ শতাব্দীতে তৈরি বলে মনে করেন। There is an octagonal temple […]

Read More
অষ্ট কোনাকৃতি এবং বেশি কোন যুক্ত Octagonal and more

সুপুর জোড়া মন্দির Twin Deul Supur

বোলপুর থানার অন্তর্গত সুপুর গ্রামে লালবাজার পল্লীতে একটি জোড়া দেউল আছে। একটা আটকোনা দেউল এবং অন্যটা সাধারন দেউল। এই গ্রামে অনেকগুলি মন্দিরের মধ্যে এটি অন্যতম। আটকোনা  মন্দিরটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সংরক্ষণ করছে। দক্ষিণ মুখী এই মন্দিরের বিগ্রহ শিব। There is a pair of temples in Lalbazar Palli, Supur village under Bolpur police station. One […]

Read More